সংবাদদাতা, রামপুরহাট : প্রতিশ্রুতি মোতাবেক পাঁচ নম্বর ওয়ার্ডে কমিউনিটি শৌচালয় ও জলের ব্যবস্থার সূচনা করলেন স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন রামপুরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী ভগত। পুর নির্বাচনের আগে দলীয় ইস্তাহারে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, বিভিন্ন রাস্তা জবরদখলকারীদের দখল সরিয়ে বড় রাস্তা করে দেওয়া হবে এবং দীর্ঘদিনের দাবি অনুযায়ী জলের ব্যবস্থা করা ও একটি কমিউনিটি শৌচালয় করে দেওয়া হবে। সেই মোতাবেক সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন ও কমিউনিটি শৌচালয়ের শিলান্যাস করা হল।
আরও পড়ুন-বিশ্বকবির বিদায়দিনে অনলাইনে কালীচর্চা
উদ্বোধন করেন পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিধায়ক, সর্বোপরি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন পুরপ্রধান সৌমেন ভকত। সৌমেন বলেন, আগামী দিনে পাঁচ নম্বর ওয়ার্ডকে সমস্ত রকম সুবিধা পাইয়ে দিয়ে মডেল ওয়ার্ড হিসাবে রাজ্যের সামনে তুলে ধরা হবে। পুজোর আগেই সমস্ত রাস্তা ম্যাস্টিক পিচ দিয়ে বানিয়ে দেওয়া হবে। এর জন্য মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান তিনি। কমিউনিটি শৌচালয়ের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন বিধায়ক আশিস। এরপরেও তাঁকে আরও ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য আবেদন করেন পুরপ্রধান। আশিস সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।