পানীয় জল সরবরাহ স্বাভাবিক হাওড়ায়

তবে শনিবার থেকেই শিবপুর ও মধ্য হাওড়ায় জল সরবরাহ চালু হয়ে গিয়েছিল। উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধই ছিল।

Must read

সংবাদদাতা, হাওড়া : কেএমডিএ, কলকাতা ও হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের টানা প্রায় চারদিনের লড়াইয়ের পর রবিবার সন্ধ্যায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক হল উত্তর হাওড়ায়। এদিন রাত থেকেই গোটা হাওড়া শহরে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, এমনই জানিয়েছে হাওড়া পুরসভা। রবিবার সকালেই বেলগাছিয়া পেট্রোল পাম্পের কাছে কেএমডিএর পাইপ লাইন পাতার কাজ শেষ হয়। এরপর চলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ। বিকেলের পরই উত্তর হাওড়ার সমস্ত ভূগর্ভস্থ জলাধার থেকে জল সরবরাহের বন্দোবস্ত করা হয়।

আরও পড়ুন-দিদির আবদার, দুবাই বিমানবন্দরে নাচে মাতালেন দুই গুজরাতি তরুণী

স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরি, হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, উপমুখ্য পুরপ্রশাসক সৈকত চৌধুরি, প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না দাঁড়িয়ে থেকে গোটা কাজের তদারকি করেন। কেএমডিএ, কলকাতা ও হাওড়া পুরসভার পদস্থ ইঞ্জিনিয়াররা দিনরাত এক করে বৃহস্পতিবার সকাল থেকে কাজ করেন। অবশেষে রবিবার সেই কাজ শেষ হল। তবে শনিবার থেকেই শিবপুর ও মধ্য হাওড়ায় জল সরবরাহ চালু হয়ে গিয়েছিল। উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধই ছিল। এদিন সন্ধ্যা থেকে উত্তর হাওড়ার সমস্ত ওয়ার্ডেও জল সরবরাহ চালু হচ্ছে। রাত থেকে পুরো হাওড়া শহরেই জল সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে যাবে। সৈকত চৌধুরি জানান, সবার সমবেত চেষ্টায় এই কাজ এত দ্রুত শেষ করা সম্ভব হল। কেএমডিএ, কলকাতা ও হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা একসঙ্গে কাজ করেছেন। বেলগাছিয়া পেট্রোল পাম্পের কাছে কেএমডিএর নতুন পাইপ লাইন পাতা হয়েছে। বেলগাছিয়া ভাগাড়ের কাছে যে পাইপ লাইন ফেটে গিয়েছিল তা পুরোপুরি বাতিল করা হয়েছে। নতুন পাইপ লাইন পাতার ফলে উত্তর হাওড়ায় জল সরবরাহে আর কোনও সমস্যা থাকবে না। এদিন ভোরে বেলগাছিয়া ভাগাড়ের কাছে জলের পাইপ লাইন মূল জায়গা থেকে সরে গিয়ে ফেটে যায়। এর ফলে উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ড ও লাগোয়া শিবপুর এবং মধ্য হাওড়া মিলিয়ে মোট ২২টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ সাময়িক ব্যাহত হয়। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। কলকাতা, উত্তরপাড়া ও কোন্নগর পুরসভা থেকে জলের গাড়ি পাঠিয়ে জল সরবরাহ করা হয়। পুর প্রশাসনের এই উদ্যোগে এত দ্রুত জল সরবরাহ চালু হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উত্তর হাওড়ার মানুষ। স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরি বলেন, পুর দফতর এবং সকলের সম্মিলিত চেষ্টায় কাজ শেষ হল। এলাকার মানুষও এই কাজে আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন।

Latest article