যতদিন যাচ্ছে তত নয়া মোড় নিচ্ছে পানাগড়ে (panagarh accident) তরুণী মৃত্যুর ঘটনা। প্রথমে যেটিকে শ্লীলতাহানির অভিযোগ বলা হচ্ছিল, সেটাই এখন গাড়ির রেষারেষিতে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে করা হচ্ছে। আর সেই অভিযোগে এখন গ্রেফতার হলেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে অপর গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। সুতন্দ্রার সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রাদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের কাছে এই বয়ান দেননি তাঁরা। শুধু তাই নয়, সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি।
পুলিশ এই ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই ১০০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলেন তিনি। তার জেরেই দুর্ঘটনা।
আরও পড়ুন- বাবার অজান্তেই ১৫ ফেব্রুয়ারি মেয়ের ফাঁসি! দেহ দেখতে আর্জি শাহজাদির পরিবারের
প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। এর পর আরও ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। তখন রাজদেও দাবি করেন, “সাদা গাড়িটা প্রথমে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন ম্যাডামই বলেছিল ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে। জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে যায় ওদের গাড়িটা। ম্যাডামের কথায় আমি লোকাল রোডে গাড়ি নামাই। গাড়ির গতিবেগ প্রায় ১০০ ছিল। আমি সামলেই নিতাম। কিন্তু ওই টয়লেটটায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা।“
বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় ১ মার্চ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে বলেন, সুতন্দ্রা এবং বাবলুর গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…