রুশ ড্রোন হামলা

এর ফলে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন জখম হয়েছেন। ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

Must read

সোমবার সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে ইউক্রেনের দিকে ছুটে এল রাশিয়ার বিশেষ ড্রোন। কিয়েভ ও সংলগ্ন শহর লক্ষ্য করে পুতিন বাহিনী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা না গেলেও, কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, একটি রুশ ড্রোন কিয়েভের এক বহুতলে আঘাত করেছে।

আরও পড়ুন-ফেসবুক লাইভ, লাগামহীন গতি, হাইওয়েতে ট্রাকের তলায় প্রাণ গেল ৪ বিএমডব্লিউ আরোহীর

এর ফলে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন জখম হয়েছেন। ভেঙে পড়া বাড়িটির ধ্বংসস্তূপ থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কিয়েভের আকাশে ড্রোন হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কিয়েভের আকাশে মৌমাছির মতো উড়ে বেড়াচ্ছে রুশ ড্রোন। ইউক্রেনীয় সেনা নিচ থেকে স্বয়ংক্রিয় বন্দুকের সাহায্যে সেগুলিকে গুলি করে নামানোর চেষ্টা করছে।

Latest article