আবুধাবিতে ড্রোন হামলা নিহত ২ ভারতীয়-সহ ৩

Must read

প্রতিবেদন : বিমানবন্দরে ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে (Abu Dhabi) এই হামলা চালানো হয়। ইরান ও ইয়েমেনের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হাউথি সোমবার সকালে আচমকাই এই জোড়া হামলা চালায়। এই ড্রোন হামলায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলছে। মৃতদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক, অপরজন পাকিস্তানের। মৃতরা সকলেই কর্মসূত্রে আবুধাবিতে থাকতেন। বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইয়েমেনের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হাউথি এই হামলা চালানোর দায় স্বীকার করেছে। আবুধাবির (Abu Dhabi) ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন – ত্রিপুরায় এবার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের খাতা দেখতে চলেছেন মৃত শিক্ষকরা! 

এ দিনের ঘটনার পর নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম গুরুত্বপূর্ণ শহর আবুধাবি (Abu Dhabi)। কারণ এখান থেকেই সরকারের যাবতীয় কূটনৈতিক ও বৈদেশিক কাজকর্মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার এই গুরুত্বপূর্ণ শহরকেই নিশানা করে জঙ্গিরা। সোমবার সকালে বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণেই ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। অপরদিকে দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে বিমানবন্দরের ভিতরে নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়। মনে করা হচ্ছে ড্রোন হামলার কারণেই আগুন ধরেছে।

আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ট্যাঙ্কারের বিধ্বংসী আগুনও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ঘটনার জন্য বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি। এই জোড়া হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হাউথি। আবুধাবি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, উড়ন্ত কোনও বিস্ফোরক বা ড্রোন তেলের ট্যাঙ্কার এবং নির্মীয়মাণ বাড়ির উপরে পড়েছে। সেখানে থেকেই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে।

Latest article