সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেই সেই নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান (Pakistan)। বর্তমান পরিস্থিতিতে এখনও সীমান্তে চরম উত্তেজনা রয়েছে। সব সীমান্ত কড়া নজরদারির আওতায় এখন। বাংলার সীমান্তে টহলদারি অনেকটাই বাড়িয়েছে বিএসএফ। ‘চিকেনস নেক’ নিয়ে বেশি উদ্বেগ রয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে এবার ড্রোন উড়িয়ে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। ‘চিকেনস নেক’ শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ড্রোন উড়িয়ে ছবি তোলা যাবে না।
আরও পড়ুন-সত্য ঘটনা অবলম্বনে রাজ্য পুলিশের ক্রাইম থ্রিলার
বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুতেই সাধারণ মানুষ ড্রোন উড়িয়ে ছবি তোলেন। তবে বর্তমান পরিস্থিতিতে নাশকতামূলক উদ্দেশ্যে ড্রোন উড়িয়ে চরবৃত্তি করা হতে পারে সেই আশঙ্কায় ড্রোন উড়ানোর উপর রবিবার নিষেধাজ্ঞা জারি করেছে দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। যেকোন কারণেই ড্রোন ওড়াতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে। শিলিগুড়ি হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বহু পর্যটক সারা বছর ধরেই এখানে যান। অনেকেই ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলে থাকেন আবার অনেকে শ্যুটিংয়ের কাজে যান। তবে এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা চিন্তা করেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
আরও পড়ুন-‘দেশের সুরক্ষায় কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে’ জানালেন ইসরো চেয়ারম্যান
প্রসঙ্গত, ‘চিকেনস নেক’ এর পাশে নেপাল এবং বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই এই এলাকা নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাজ্য পুলিশ ছাড়াও বিএসএফ, সেনাবাহিনী, সিআরপিএফ এবং এসএসবির ক্যাম্প রয়েছে এখানে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানা গিয়েছে সেনা ছাউনি, রেল স্টেশন, বিমানবন্দর সহ বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গা এখানে রয়েছে তাই সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে অনুমতি নিয়ে ড্রোন উড়িয়ে ছবি তুলতে হবে। নিয়ম অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।