সংবাদদাতা, বনগাঁ : বিয়ে, সামাজিক অনুষ্ঠান সহ যে কোনও অনুষ্ঠানে বনগাঁ শহরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করল বনগাঁ পুরসভা। পুরসভার পক্ষ থেকে লিখিত নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে বনগাঁ পুরসভা এলাকায় যেকোনও বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ড্রোন ব্যবহার করা যাবে না। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন-আমার কিসের চিন্তা ?মাহি ভাই তো পাশেই থাকবে
পুরসভার নির্দেশের কপি পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘‘বনগাঁ শহর সীমান্তবর্তী এলাকায়। কয়েকদিন আগে পেট্রাপোলের কালিয়ানীতে একটি ড্রোন উদ্ধার হয়েছে। প্রায়ই দেখা যায় বেআইনিভাবে ড্রোনের ব্যবহার হচ্ছে। এর ফলে শহরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।” বিভিন্ন চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বেআইনি কাজে ব্যবহার করে থাকে। সেই কারণে বনগাঁর সুরক্ষার কথা ভেবে বনগাঁ পুরসভার পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। আগামীতে বনগাঁ মহকুমায় প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন মেনে করতে হবে।