দেনায় ডুবে? ৫ জনকে খুন করে নিজেও বিষ খেল যুবক

পুলিশ প্রথমে মনে করেছিল, যুবক মানসিক ভারসাম্যহীন। কিন্তু খতিয়ে দেখার পর, শেষ পর্যন্ত ওই যুবকের কথা মানতে বাধ্য হয় তারা

Must read

প্রতিবেদন: বিদেশে ব্যবসার দেনা মেটানোর ব্যাপারে সাহায্য চেয়ে প্রিয়জনদের কাছে প্রত্যাখ্যাত হয়েই কি ৫ জনকে খুন করে ফেলল কেরলের যুবক? নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? শান্ত, নিরীহ চেহারার দিকে তাকালে কিছু বোঝার উপায় নেই। কিন্তু যুবক যখন থানায় এসে বলে, সে ৬ জনকে খুন করেছে, তখন চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। বছর ২৩-এর যুবকের কথা প্রথমে বিশ্বাসই করতে চাননি পুলিশকর্মীরা। কিন্তু নাছোড়বান্দা যুবক জানায়, সে তার মা, ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন করেছে। এমনকী খুন করার পরে নিজেও বিষ খেয়েছে ।

আরও পড়ুন-নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামিকে হয়তো বিশ্রাম

পুলিশ প্রথমে মনে করেছিল, যুবক মানসিক ভারসাম্যহীন। কিন্তু খতিয়ে দেখার পর, শেষ পর্যন্ত ওই যুবকের কথা মানতে বাধ্য হয় তারা। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে কেরলের তিরুবনন্তপুরম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আফান নামের ওই যুবক থানায় আসে। ভেনজারামুড্ডুর কাছে পেরুমালার বাসিন্দা ওই যুবক দাবি করে যে তিনি পাঁচজনকে খুন করেছে। ওই যুবক তার মা, নাবালক ভাই, বান্ধবী-সহ পাঁচজনকে খুন করেছে বলে জানায় । যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে সেখানকার তিনটি আলাদা জায়গায় ওই খুনের ঘটনা ঘটে। তার পরেই থানায় এসে আত্মসমর্পণ করে ওই যুবক। সেই সঙ্গে কীভাবে সে ওই খুনগুলি করেছে তাও বলে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক তার ভাই আহসান, ঠাকুমা সালমা বিবি, কাকা লতিফ, কাকিমা শাহিহা এবং বান্ধবী ফারসানাকে খুন করেছে। আফানের মা সেম্মি তিরুবনন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই যুবক নিজেও বিষ খেয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন-বয়স ভাঁড়ানোর মামলায় স্বস্তি লক্ষ্যর

তিরুবনন্তপুরম গ্রামীণ জেলার পুলিশ সুপার সুদর্শন কে এস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন আর্থিক কারণেই এই ঘটনা ঘটেছে। সুদর্শন জানান, সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ওই খুনের ঘটনাগুলি ঘটেছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয় তাও উদ্ধার করা হয়েছে। পারিবারিক আর্থিক সংকটের কারণে ওই যুবক একদিনে এতজনকে খুন করেছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার শরীরে কোনও বিষক্রিয়া মেলেনি।

Latest article