প্রতিবেদন : পুলিশের জালে ধরা পড়ল দক্ষিণ কলকাতার ড্রাগ-ক্যুইন শাহিদা বিবি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫৯ গ্রাম মাদকদ্রব্যের দু’টি প্যাকেট। যাদবপুর, গলফগ্রিন, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে শাহিদা বিবি মাদকচক্র চালাত বলে মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাচার এবং বিক্রির জন্য মূলত বেছে নেওয়া হত গভীর রাতের অন্ধকারকে।
আরও পড়ুন-জঙ্গলমহলে পুলিশের উদ্যোগে শুরু কোচিং
অটোয় করে নিয়ে আসা হত মাদক। নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে হাতবদল করা হত তা। ক্রেতার তালিকায় ছিল ছাত্র-তরুণরাও। নিজের পরিবারের লোকেদেরও এই ব্যবসায়ে নামিয়েছিল শাহিদা বিবি। গাঁজা থেকে শুরু করে চরস, হেরোইন— পাচার চলছিল সবকিছুই। প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডে রাতের অন্ধকারে ঘুরতে দেখা যেত রহস্যজনক অটোকে। কিন্তু শেষরক্ষা হল না। শাহিদা বিবিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ছিন্ন করল মাদকচক্রের জাল।