গেরুয়া রাজ্যে ড্রাম খুলতেই বেরল পচা দেহ

এরপরেই রবিবার রাজস্থানের (Rajasthan) আলওয়ারে ভাড়া বাড়ির প্রথম তলায় একটি ড্রাম থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।

Must read

বাড়িতে ভাড়াটিয়া থাকলেও বাড়িওয়ালাকে বলেই বাইরে গিয়েছিলেন তিনি। কিন্তু পাড়াপড়শিরা হঠাৎ ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে পেয়ে প্রাথমিকভাবে ভেবেছিলেন কুকুর-বিড়াল হয়তো মারা গিয়েছে। বাড়িতে বাড়িওয়ালা থাকতেন না কিন্তু একবার বাড়ি ফিরেছিলেন বাড়িওয়ালা মহিলা। ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে আসে তাঁরও। গন্ধের তীব্রতায় অতিষ্ট হয়ে ফোন যায় পুলিশের কাছে। এরপরেই রবিবার রাজস্থানের (Rajasthan) আলওয়ারে ভাড়া বাড়ির প্রথম তলায় একটি ড্রাম থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন-আইইডি বিস্ফোরণে শহিদ জওয়ান, গুরুতর জখম ৩

পুলিশের তরফে খবর, উত্তর প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি কিষাণগড় বাস এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন, নাম হংসরাজ। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী এবং তিন সন্তান নিখোঁজ রয়েছে। নীল ড্রামের উপরে একটি পাথর দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশের ধারণা সম্ভবত দুর্গন্ধ দূর করার জন্য এই পন্থা অবলম্বন করা হয়েছিল। সেই ছবি পুলিশ প্রকাশ্যে এনেছে। ডেপুটি পুলিশ সুপার রাজেশ কুমার এই মর্মে জানান আদর্শ কলোনির একটি বাড়ি থেকে দুর্গন্ধ আসার খবর পাওয়া যায়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন বাড়ির ছাদে একটি নীল ড্রামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম হংসরাজ ওরফে সুরজ। নিহত ব্যক্তি দেড় মাস আগে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। তিনি তার তিন সন্তান এবং স্ত্রীর সঙ্গে এখানে থাকতেন। ঘটনার পর থেকে হংসরাজের স্ত্রী এবং সন্তানরা বাড়ি থেকে নিখোঁজ। ফরেনসিকের একটি দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। লোকটির মৃতদেহ ঠিক কতক্ষণ ড্রামের ভেতরে ছিল বা তাঁকে হত্যার কারণ কী সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

Latest article