প্রতিবেদন : টলিপাড়ার মদ্যপ পরিচালকের গাড়ির তলায় পিষে মৃত্যু এক নিরীহ সাধারণ মানুষের! ঠাকুরপুকুর বাজারের সেই ঘটনায় ছি ছি রব উঠেছে টলিউডের ওই পরিচালক-অভিনেত্রীকে নিয়ে। কিন্তু এখন টালিগঞ্জের সেই ‘বিপ্লবী’ বুদ্ধিজীবীরা নীরব কেন? যারা মাস ছয়েক আগেও ব্যক্তিগত ফায়দা লুঠতে মোমবাতি হাতে রাস্তায় নেমে বিপ্লব করেছিলেন, এখন তাঁরা কোথায়? কোথায় গেল তাঁদের ‘অমুকের গালে গালে, জুতো মারো তালে তালে’ স্লোগান? আরজি কর আন্দোলনের সময় নতুন সিনেমার প্রচারে টলিউডের অনেকেই তো লোকদেখানো ‘হায় হায়’ করেছিলেন। কিন্তু সেই ইন্ডাস্ট্রিরই এক সিরিয়াল পরিচালক যখন মদ্যপ অবস্থায় জনবহুল বাজারে ৮-৯ জনকে পিষে দিল, একজন গরিব মানুষ প্রাণ হারাল, তখন গোটা ইন্ডাস্ট্রি শীতল ড্রয়িংরুমে সেঁধিয়ে কেন? বিপ্লবের আঁশ কি তবে ফুরিয়ে গেল?
আরও পড়ুন-জমে উঠেছে সাহিত্য উৎসব
রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারে ঢুকে পরপর কয়েকজনকে ধাক্কা মারে একটি গাড়ি। চালকের আসনে ছিলেন ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো, অভিনেত্রী ঋ সেন ও একটি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হন ৯ জন। তাঁদের মধ্যে বেহালার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমিনুল রহমান নামে একজনের। প্রত্যক্ষদর্শীরাই পরিচালক-সহ দুই মহিলাকে গাড়ি থেকে নামান। অভিযোগ, তখনও নেশায় চুর ছিলেন গাড়িচালক ভিক্টো ও শ্রিয়া বসু। ঠাকুরপুকুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেফতার করে। সূত্রে খবর, ঘাতক গাড়িটি থেকে সাতটি মদের বোতল ও কলকে-সহ গাঁজা উদ্ধার হয়। সোমবার আলিপুর আদালতে পেশ করলে অভিযুক্ত পরিচালককে ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। কিন্তু জামিন পেয়ে যান শ্রিয়া। পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে বিষ্ণুপুরের বাগানবাড়িতে রাতভর মদের পার্টি সেরে সকালে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এই ঘটনা ঘটান পরিচালক ভিক্টো-সহ অভিযুক্তরা। কিন্তু এই ঘটনা নিয়ে এখনও টলিপাড়ার ‘বিপ্লবী’ বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সাংবাদিকদের প্রশ্নের দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, মদ্যপ পরিচালক গাড়ির তলায় পিষে মেরে ফেলল একজনকে! এর বেলায় বিপ্লব কোথায়? টলিউডের সেই অভিনেতা-অভিনেত্রীরা কই গেলেন? বিপ্লব শুকিয়ে গেল? টলিউডের বিপ্লবীরা আজকে নীরব কেন? এদেরকে কেন বয়কট করা হবে না? এদের চরম শাস্তির ডাক দেবেন না কেন? একটা সমাবেশ হবে না? মোমবাতি নিয়ে বেরবেন না? বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? সেইসময় এদের কারও ছবি, কারও নাটক মুক্তি পাচ্ছিল বলে নিজেদের পাবলিসিটির জন্য রাস্তায় নেমে নাটক করেছিল। যদি সত্যি মানুষের জন্য দরদ থাকত, এই গরিব লোকটার জন্যও প্রতিবাদ হত!