মত্ত অর্ধনগ্ন নেতাপুত্রের মারাঠি মহিলার সঙ্গে অভব্য আচরণ, পুলিশের দ্বারস্থ ইনফ্লুয়েন্সার

মদ্যপ অবস্থায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাপুটে নেতা জাভেদ শেখের ছেলের কার্যকলাপে রীতিমত ভীত সন্ত্রস্ত হয়েই পুলিশের দারস্থ হলেন রাজশ্রী।

Must read

রাতের মুম্বইয়ে (Mumbai) ভয়াবহ অভিজ্ঞতা রাজশ্রী মোর নামে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের। মহারাষ্ট্রে ভাষা বিতর্কের জেরে রাজ ঠাকরের সমর্থকরা অ-মারাঠি ভাষাভাষীদের মারধর করার ঘটনার মধ্যেই ভাইরাল হয়ে গেল আরও একটি ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) স্বাভাবিকভাবেই একটু অস্বস্তিতে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন এমএনএস নেতার ছেলে, মত্ত এবং অর্ধনগ্ন অবস্থায়, একজন মারাঠিভাষী মহিলাকে গালিগালাজ করছে। পরে রাহিল শেখ নামে ওই ব্যক্তি, যিনি এমএনএস নেতা জাভেদ শেখের ছেলে, মহিলাকে তাঁর বাবার কথা বলে হুমকি দিচ্ছেন। মদ্যপ অবস্থায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাপুটে নেতা জাভেদ শেখের ছেলের কার্যকলাপে রীতিমত ভীত সন্ত্রস্ত হয়েই পুলিশের দারস্থ হলেন রাজশ্রী।

আরও পড়ুন-বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মার যোগীর উত্তরপ্রদেশে, ভিডিয়ো করলেন মা

রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন রাজশ্রী। হঠাৎ তাঁর গাড়িতে এসে ধাক্কা মারেন জাভেদপুত্র রাহিলের গাড়ি। সেখানেই বচসার সূত্রপাত। দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকেই অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজ করা শুরু করেন রাহিল। মদ্যপ অবস্থায় গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে রাহিল অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন। রাজশ্রী মোরকে হুমকিও দেন যে, তাঁর বাবা এমএনএস দলের ভাইস প্রেসিডেন্ট। তিনি দেখে নেবেন। তবে শুধু রাজশ্রীই নয়, পুলিশের সঙ্গেও এদিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাহিল। মারাঠি ভাষায় রাজশ্রীকে হুমকি দেন “যাও পুলিশকে গিয়ে বলো, আমি জাভেদ শেখের ছেলে। এরপর কী হয় দেখো?”

আরও পড়ুন-ভারী বৃষ্টিতে বেহাল রেললাইন, ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত

প্রসঙ্গত, ঘটনার পর রাখি সাওয়ান্তের প্রাক্তন বান্ধবী রাজশ্রী থানায় রাহিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেটিও শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায়। সেখানেই তিনি বলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী-সমর্থকদের থেকে ক্রমাগত হুমকি পাচ্ছেন তিনি।

Latest article