সাধারণতন্ত্র দিবসে স্কুলে মদ্যপ প্রধান শিক্ষক

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলতে মজফফরপুরের একটি স্কুলে মদ্যপ অবস্থায় পা রেখেছিলেন খোদ প্রধান শিক্ষক।

Must read

প্রতিবেদন: মদে নিষেধাজ্ঞার আড়ালে কী ভয়ঙ্কর প্রহসন চলছে বিজেপি-নীতীশের বিহারে, আবার তার প্রমাণ মিলল হাতেনাতে। বিষমদে মৃত্যুর ঘটনা এখন আর নতুন কিছু নয় বিহারে। কিন্তু এবারের অসভ্যতা ছাড়িয়ে গেল সব মাত্রা। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলতে মজফফরপুরের একটি স্কুলে মদ্যপ অবস্থায় পা রেখেছিলেন খোদ প্রধান শিক্ষক। এতটাই মদ্যপান করেছিলেন যে ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না৷ জড়িয়ে যাচ্ছিল কথা৷ সাধারণতন্ত্র দিবসে স্কুলে পতাকা তুলতে এসে প্রধান শিক্ষকের এমন অবস্থা দেখে কার্যত বাকরুদ্ধ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীরা৷ তাঁদের প্রশ্ন, এমন প্রধান শিক্ষকের কাছ থেকে কী শিখবে ছাত্রছাত্রীরা? প্রচণ্ড ক্ষোভে তাঁরা ছুটে যান থানায়। পুলিশ এসে গ্রেফতার করে মদ্যপ হেডমাস্টারকে৷ ২৬ জানুয়ারিতে বিহারের মুজফফরপুরে এমনই ছবি ধরা পড়েছে৷ গেরুয়া বিহারের শিক্ষাব্যবস্থা কতটা নীচে নেমেছে এই ঘটনা তারও প্রমাণ।

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চিতা আসা আপাতত বন্ধ

ঘটনাটি মুজফফরপুর জেলার মীনাপুর ব্লকের ধর্মপুর পূর্ব সরকারি মধ্য বিদ্যালয়ের। রামপুর হরি থানা এলাকায়। আকণ্ঠ মদ্যপান করে স্কুলে আসায় প্রধান শিক্ষক সঞ্জয়কুমার সিংকে গ্রেফতার করে পুলিশ৷ চার বছর ধরে তিনি স্কুলের প্রধান শিক্ষকের পদে রয়েছেন। লক্ষণীয়, বিহারে ২০১৬ সাল থেকে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়৷

Latest article