আজব কাণ্ড! গত সোমবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে নির্ধারিত সময়ের পরেও এক পা নড়ল না ট্রেন। প্ল্যাটফর্মে এভাবে ট্রেন দাঁড়িয়ে থাকায় রীতিমত বিরক্ত যাত্রীরা। কিন্তু এদিকে বিপদের মুখে তখন রেল। লোকো পাইলটের সিটে বসে রয়েছেন মদে চুর এক ব্যক্তি। আবদার করে বসলেন তিনিই নাকি সেদিন ট্রেনটি চালিয়ে নিয়ে যাবেন। অনেক চেষ্টা করেও তাঁকে চালকের সিট থেকে নড়ানো গেল না। বদ্ধ পরিকর ট্রেন তিনি চালাবেনই।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে এটাই আসল চিত্র
সোমবার গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য যখন একদম তৈরী সেই সময়ে হঠাৎ লোকো পাইলটের সিট খালি দেখে চালকের কেবিনে উঠে পড়েন এক ব্যক্তি। শুধু তাই নয়, সেখানে বসে নিজের ইচ্ছে মত ট্রেনের সুইচ টিপতে থাকেন তিনি। এদিকে ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে দৃশ্য দেখে হতবাক। বোঝাই যাচ্ছিল ব্যক্তি মদ্যপ ছিল। তিনি ওই ব্যক্তিকে বারবার নেমে যেতে অনুরোধ করলেও সমস্যার সুরাহা হয়নি।
আরও পড়ুন-আবার পথ দেখাচ্ছে বাংলা, মা-মাটি-মানুষের পশ্চিমবঙ্গ
অন্যদিকে প্রথমে বিরক্ত হলেও ঘটনার কথা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে নেমেও পড়েন বহু যাত্রী। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে স্টেশন মাস্টারের সাহায্যে রেল পুলিশকে খবর দেওয়া হয়। আরপিএফ–জিআরপি অনেক চেষ্টার পরে অবশেষে তাঁকে চ্যাংদোলা করে নামায়। তাঁকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপান ছাড়া তাঁর মানসিক কোনও সমস্যা আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রেলে যাত্রী–নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া নির্ধারিত সময়ের অনেকটা পরে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয় বলে অনেক যাত্রীকেই সমস্যার মুখে পড়তে হয়েছে।