মত্ত স্কুটি চালকের বেপরোয়া গতি! ধাক্কা রিকশায়, রাস্তায় ছিটকে পড়লেন মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে (Parnasree) এই দুর্ঘটনায় জখম মা ও শিশুপুত্র।

Must read

ভয়ঙ্কর দুর্ঘটনা বেহালায়। বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে (Parnasree) এই দুর্ঘটনায় জখম মা ও শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক ও যাত্রীরা মত্ত অবস্থায় ছিলেন। ছেলেকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক মহিলা। ছাতাপার্ক থেকে পর্ণশ্রী পদ্মপুকুরের দিকে যাচ্ছিল স্কুটিটি। ৩ যাত্রী-সহ বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা মারে স্কুটিটি। নিমেষের মধ্যেই রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন মা ও শিশু। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে নারায়ণা হাসপাতালে পাঠান। স্কুটির আরোহী ২ যুবককে স্থানীয়রা ধরে পুলিশে দেয়। পুলিশ গিয়ে ২ জনকে থানায় নিয়ে আসে ও বাজেয়াপ্ত করে স্কুটিটি। মহিলার পায়ে গুরুতর চোট রয়েছে এবং শিশুটি আহত।

আরও পড়ুন-প্রায় আগরতলা পৌঁছেও ফের কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

অন্যদিকে গতকাল রাত ১১টা নাগাদ সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতালের উল্টোদিকে ডেলিভারি বয়ের বাইকের পিছনে বেপরোয়া গাড়ির ধাক্কা নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু এখানে উল্টে ডেলিভারি বয়কেই মারধরের অভিযোগ ওঠে মত্ত গাড়ি চালকের বিরুদ্ধে। গুরুতর জখম হন ডেলিভারি বয়। সিটি সেন্টার আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন সেই ডেলিভারি বয়। তাঁর বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে গাড়ির ওপরে পড়েন ডেলিভারি বয়। কিন্তু ওই অবস্থায় গাড়ি থেকে নেমে মত্ত চালক ডেলিভারি বয়কে গালিগালাজ ও মারধর করেন। গুরুতর জখম ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে ।

Latest article