প্রতিবেদন : আফগানিস্তানের অস্থিরতা প্রভাব ফেলেছে কলকাতার শুকনো ফলের বাজারে। দেখা দিয়েছে জোগানের সঙ্কট। দামও বেড়ে চলেছে হু-হু করে। পাইকারি বাজারের মতো একই সমস্যা খুচরো বাজারে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ক্রেতা-বিক্রেতারা। বড়বাজার এলাকার মেছুয়া, রাজাকাটরা, লোয়ার চিৎপুর রোড, কটন স্ট্রিট— সব জায়গাতেই একই ছবি।
আরও পড়ুন : এবারের উৎসবে অত্যাধুনিক প্রযুক্তিতে সেজে উঠছে কলকাতা পুলিশ
একেই করোনার চোখরাঙানিতে ব্যবসায়ে টানা মন্দা। তার ওপর আফগানিস্তানে তালিবানি সন্ত্রাসে গত ক’দিনে ব্যাপক ভাটা পড়েছে শুকনো ফলের আমদানি-রফতানিতে। ফলে মূল্যবৃদ্ধিতে আর নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না আদৌ। অগাস্টের গোড়ায় আমন্ড বিকিয়েছিল ৭০০ টাকা কেজিতে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৯০০ টাকা থেকে ১০০০ টাকা। কিশমিশের দাম একলাফে ৫০০ টাকা কেজি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ টাকা কেজি। পেস্তার কেজি এখন ২০০০ টাকা। মানে, দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এই শুকনো ফলগুলির কদর ১২ মাস থাকলেও, পুজোর মরশুমে চাহিদা অবশ্যই ব্যাপকভাবে বেড়ে যায়।
আরও পড়ুন : দুই ছবি আফগানিস্তানে একদিকে সন্ত্রাস, অন্যদিকে প্রতিরোধ
আর কিছুদিনের মধ্যেই গণেশ পুজো। কিন্তু চাহিদা আর জোগানের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে সাম্প্রতিক পরিস্থিতিতে। বড়বাজারের কটন স্ট্রিট এলাকার প্রবীণ শুকনো ফল ব্যবসায়ী অভিষেক গুপ্তার আশঙ্কা, দাম আরও বাড়তে পারে সামনের দিনগুলিতে। তাঁর কথায়, ‘দীর্ঘ মন্দার পরে বাজার যখন আবার ঘুরে দাঁড়ানোর মুখে, ঠিক তখনই আফগানিস্তানের ঘটনা সঙ্কটে ফেলে দিল আমাদের ব্যবসাকে। কারণ, শুকনো ফলের বড় অংশ আসে আফগানিস্তান থেকেই।’ শুধুমাত্র কাজু, পেস্তা, কিশমিশের মতো শুকনো ফলই নয়, হিং-এর মতো মশলা এবং অনেক ভেষজ উদ্ভিদেরও জোগানদার এই আফগানিস্তান। টান পড়েছে সেখানেও। লোয়ার চিৎপুর রোডের ব্যবসায়ী সত্যম গুপ্তারও তাই
মাথায় হাত।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…