পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে এই মুহূর্তে সব দল।। সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সব স্তরের নেতানেত্রীরা। এদিন সেই মঞ্চ থেকেই ‘দিদির দূত’ অ্যাপের কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-‘বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম’ তোপ মুখ্যমন্ত্রীর
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ আনছে তৃণমূল। নাম ‘দিদির দূত’। এই অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে । ৩৫০ জন নেতানেত্রী আগামী দু’মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কি না, তা দেখা হবে। গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
দিদির দূত হিসাবে কাজ করবেন প্রায় সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার। তাঁরা মানুষের বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। বাংলায় সব মিলিয়ে ৩ হাজার ৩৪৩ অঞ্চল রয়েছে। এক জনের উপরে ১০টি অঞ্চলে রাত কাটানোর দায়িত্ব থাকবে। তবে ৩২০ জনের হিসাবে ৩ হাজার ২০০ অঞ্চলে রাত কাটানো যাবে। এর মাধ্যমে ৯৮ শতাংশ অঞ্চলেই ‘দিদির দূতে’রা যেতে পারবেন। অঞ্চলে গিয়ে কী করতে হবে তা-ও জানিয়ে দেবেন শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-দেশে ধর্ম নিরপেক্ষ, সংহতির পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
এদিন তিনি আরো বলেন, শুধু পঞ্চায়েত এলাকাই নয়, দিদির এই দূতেরা পৌঁছে যাবেন, ১১৭টি পুরএলাকা এবং ৭টি কর্পোরেশন এলাকাতেও। প্রতি শহর, প্রতি ব্লকে এটা কার্যকর হবে।
আরও পড়ুন-এবার গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের
প্রসঙ্গত আগামী ৮ জানুয়ারি থেকে জেলার তৃণমূল কার্যালয়ে কিট ব্যাগ পৌঁছে যাবে । এই কিট ব্যাগেই নির্দেশিকা থাকবে। কী ভাবে সবরকম কর্মসূচি পালন করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা থাকবে সেখানে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটা চিঠি থাকবে সেই ব্যাগে। এছাড়া যাঁরা দিদির দূত হয়ে যাচ্ছেন, তাঁরা যাতে দিদির দূতের মতো আচরণ করেন, সেই নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে নিচুস্তরের নেতাদের। কিট ব্যাগে থাকবে রিস্ট ব্যান্ড। থাকবে দিদির দূত লেখা ব্যাজ, স্টিকার। কর্মসূচি শেষ করে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিতে হবে সেই স্টিকার। উল্লেখ্য এই বিষয় টুইট বার্তায় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
The outreach will involve two main components:
▪️Anchale/Nagare Ek Din: Where state party leaders will spend a day at all GPs and ULBs across the state
▪️Duare Didir Doot: Where party workers will reach out to 2 crore households with Didir Suraksha Kawach (2/3)
— Abhishek Banerjee (@abhishekaitc) January 2, 2023