বঙ্গ

দুয়ারে ‘দিদির দূত’,পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মাস্টারস্ট্রোক

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে এই মুহূর্তে সব দল।। সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সব স্তরের নেতানেত্রীরা। এদিন সেই মঞ্চ থেকেই ‘দিদির দূত’ অ্যাপের কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘বিজেপি কংগ্রেসের বি টিম, সিপিএমের সি টিম’ তোপ মুখ্যমন্ত্রীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ আনছে তৃণমূল। নাম ‘দিদির দূত’। এই অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে । ৩৫০ জন নেতানেত্রী আগামী দু’মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কি না, তা দেখা হবে। গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।
দিদির দূত হিসাবে কাজ করবেন প্রায় সাড়ে ৩ লক্ষ ভলান্টিয়ার। তাঁরা মানুষের বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। বাংলায় সব মিলিয়ে ৩ হাজার ৩৪৩ অঞ্চল রয়েছে। এক জনের উপরে ১০টি অঞ্চলে রাত কাটানোর দায়িত্ব থাকবে। তবে ৩২০ জনের হিসাবে ৩ হাজার ২০০ অঞ্চলে রাত কাটানো যাবে। এর মাধ্যমে ৯৮ শতাংশ অঞ্চলেই ‘দিদির দূতে’রা যেতে পারবেন। অঞ্চলে গিয়ে কী করতে হবে তা-ও জানিয়ে দেবেন শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন-দেশে ধর্ম নিরপেক্ষ, সংহতির পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

এদিন তিনি আরো বলেন, শুধু পঞ্চায়েত এলাকাই নয়, দিদির এই দূতেরা পৌঁছে যাবেন, ১১৭টি পুরএলাকা এবং ৭টি কর্পোরেশন এলাকাতেও। প্রতি শহর, প্রতি ব্লকে এটা কার্যকর হবে।

আরও পড়ুন-এবার গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ জনের

প্রসঙ্গত আগামী ৮ জানুয়ারি থেকে জেলার তৃণমূল কার্যালয়ে কিট ব্যাগ পৌঁছে যাবে । এই কিট ব্যাগেই নির্দেশিকা থাকবে। কী ভাবে সবরকম কর্মসূচি পালন করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা থাকবে সেখানে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটা চিঠি থাকবে সেই ব্যাগে। এছাড়া যাঁরা দিদির দূত হয়ে যাচ্ছেন, তাঁরা যাতে দিদির দূতের মতো আচরণ করেন, সেই নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে নিচুস্তরের নেতাদের। কিট ব্যাগে থাকবে রিস্ট ব্যান্ড। থাকবে দিদির দূত লেখা ব্যাজ, স্টিকার। কর্মসূচি শেষ করে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিতে হবে সেই স্টিকার। উল্লেখ্য এই বিষয় টুইট বার্তায় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

15 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

19 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

28 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

33 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

42 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago