বাধামুক্ত রাজ্যের ‘দুয়ারে রেশন’, ডিলারদের আর্জি খারিজ হাইকোর্টের

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়া নিয়ে সব জটিলতার অবসান। সোমবার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে অনিচ্ছুক রেশন ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট। যার জেরে দুয়ারে রেশন প্রকল্প শুরু করতে আপাতত কোনও বাধা নেই নবান্নের। শনিবার রাজ্য সরকারের তরফে দুয়ারে রেশন প্রকল্প স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় অনিচ্ছুক ডিলাররা। কোর্টে ডিলাররা জানান, যেহেতু দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এখনই এই প্রকল্পের স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করতে পারে না রাজ্য। এদিন এই নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কোর্টের দ্বারস্থ হন অনিচ্ছুক রেশন ডিলাররা। এদিন তাঁদের এই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন : ট্যুইটে কৈলাসের সঙ্গে সারমেয়র ছবি! তথাগতর পোস্টে বেআব্রু বিজেপির কোন্দল

দুয়ারে রেশন প্রকল্প চালু করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী অঙ্গীকার। যেকোনও মূল্যে ওই প্রকল্প নির্ধারিত সময়ে সারা রাজ্যে চালু করা হবে বলে রেশন ডিলারদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে রেশন ডিলারদের সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে রাজ্য সরকার প্রস্তুত বলেও বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের রেশন ডিলার সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেখানে রেশন ডিলারদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্প রাজ্যের রেশন ডিলারদেরই চালিয়ে নিয়ে যেতে হবে। ফলে সব বাধা বিঘ্ন অতিক্রম করে যথা সময়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করা যাবে বলে দৃঢ়প্রতিজ্ঞ রাজ্যের খাদ্য দফতর। একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর দল তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যের মানুষের জন্য দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হবে। রেশন দোকানের বদলে বাড়িতেই রেশন পৌঁছে দেওয়া হবে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় ফিরে দুয়ারে রেশন নিয়ে পদক্ষেপ নেয় নবান্ন। সেই মতো ইতিমধ্যেই কয়েকটি জায়গায় পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ শুরুও হয়েছে। খুব শীঘ্রই গোটা রাজ্যে তা চালু হবে।

Latest article