প্রতিবেদন : কলকাতা (Kolkata- Duare Sarkar) শহরেও দুয়ারে সরকারে অভুতপূর্ব সাড়া। শনিবার কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে স্টার কমিউনিটি হলে দুয়ারে সরকার শিবিরে বহু মানুষ তাঁদের সমস্যার সমাধানের জন্য আসেন। এবারে দুয়ারে সরকার (Kolkata- Duare Sarkar) ক্যাম্প চলবে ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। ১১ এপ্রিল থেকে মিলবে সমাধান। এবারে শহরে সবথেকে সাড়া ফেলেছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও মেধাশ্রী প্রকল্পের। কেন্দ্রীয় সরকার চলতি বছরেই তফসিলি জাতি ও উপজাতিদের জন্য স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পের বিকল্প হিসেবে চালু করেছে মেধাশ্রী প্রকল্প। যা গোটা দেশের কাছে নজির। তবে শহরের মানুষ বলছেন যেভাবে সরকারি সুযোগ-সুবিধা মিলছে তা কল্পানাতীত। সত্যিই আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি।
আরও পড়ুন-রবিবার থেকে থামছে বৃষ্টি বাড়বে তীব্র গরমের প্রকোপ