মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যন্ত এলাকায় শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’, কবে থেকে ক্যাম্প?

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী নতুন বছরে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। ২৪ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার তথ্য ও পরিকল্পনা দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রত্যন্ত এলাকায় এই কর্মসুচীর সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় তার ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান। দুয়ারে সরকারের সঙ্গে থাকবে ‘পাড়ায় সমাধান ‘ কর্মসূচিও। ২৪ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেবার জন্য আবেদন পত্র নেওয়া হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নেত্রীর নির্দেশে উঠল মনোনয়ন, জয়ী তৃণমূল

দুয়ারে সরকার শিবির (Duare Sarkar) থেকে এবার ৩৭ টি পরিষেবা পাওয়া যাবে। এগুলি মধ্যে রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষীর ভান্ডার ,বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড , বিনামূল্যে সামাজিক সুরক্ষা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, বিদ্যুৎ বিলে ছাড়। দুয়ারে সরকার কর্মসূচির সঙ্গে শিবির গুলির পাশে স্বাস্থ্য শিবির ও করা হবে। রক্তদান শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। এছাড়া থাকছে গ্রাহক সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির।

Latest article