প্রত্যন্ত এলাকায় জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ‘দুয়ারে সরকার’, সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী

Must read

ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির (Duare Sarkar camps)। নতুন বছর শুরুর আগেই এল সুখবর। জনসাধারণের সুবাধার্থে এই ক্যাম্প হয় বাংলায়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প, সোমবার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করতে এসে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- মিথ্যে বেশিদিন চলে না, দুষ্টুলোকের খপ্পরে নয়: সন্দেশখালিতে বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “২৬ তারিখের পর একটা দিন দেখি চিফ সেক্রেটারিকে বলব প্রত্যন্ত এলাকায় একটা করে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar camps) করতে। যারা প্রকল্পের সুবিধা এখনও পায়নি তারা যাতে সুবিধা পায় সেই জন্য এই ক্যাম্প। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অবধি চলবে। কারণ মাধ্যমিক শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে।”

এদিন তিনি বলেন, আমি জানি আনেক মানুষ এখনও কাষ্ট সার্টিফিকেট পাননি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্লের আয়োতায় এখনও অনেকেই আসতে পারেননি। তাই প্রত্যন্তর এলাকার মানুষের কথা মাথায় রেখে আধিকারিকদের নির্দেশ দেন দুয়ারে সরকারের। সেক্ষেত্রে ২৬ জানুয়ারি পর থেকে ফেব্রুয়ারী প্রথম সপ্তাহের মধ্যে একাধিক দুয়ারে সরকার কর্মসূচি করার নির্দেশ দেন। তিনি আরও বলেন ২৬ জানুয়ারি আগে মানুষ নতুন বছরের শুরুতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, ১২, ২৩ ও ২৬ জানুয়ারি সরকারি অনুষ্ঠান আছে। আবার ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই ২৬ জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দুয়ারে সরকার কর্মসূচি করার নির্দেশ দেন। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যন্তর এলাকার মানুষ সব সময় নদী পেরিয়ে, বহু রাস্তা অতিক্রম করে শহরে আসতে পারে না, তাই তাদের কথা মাথায় রেখে গ্রামে গ্রামে গিয়ে দুয়ারে সরকার করার। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি সুন্দরবন এলাকার মানুষ।।

Latest article