যৌনকর্মীদের দুয়ারে সরকার

বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা ঠিকঠাক মিলছে কিনা, তারও খোঁজ নেওয়া হয়। সমস্যা বা প্রয়োজন মেটাতে আবেদনপত্র সংগ্রহ করা হয়।

Must read

সংবাদদাতা, কাটোয়া : ‘দুয়ারে সরকার’ এবার যৌনকর্মীদের দরজায়। কালনার কদমতলায় যৌনকর্মীদের পল্লিতে আয়োজিত শিবিরে হাজির আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে কিনা, থাকলে কোনও ভুলত্রুটি আছে কিনা সে সবই জেনে নেন।

আরও পড়ুন-আন্তর্জাতিক বিমানবন্দর হবে অন্ডাল

বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা ঠিকঠাক মিলছে কিনা, তারও খোঁজ নেওয়া হয়। সমস্যা বা প্রয়োজন মেটাতে আবেদনপত্র সংগ্রহ করা হয়। এর আগে কালনা উপ-সংশোধনাগারে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বন্দিদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়। দুয়ারে সরকার কর্মসূচি কেমন চলছে সরেজমিনে দেখতে কালনায় হাজির হন শ্রম দফতরের যুগ্মসচিব প্রভাস উকিল। কালনা কলেজ, কালনা ১ ব্লকের নান্দাই ও কালনা ২ ব্লকের সাতগাছির শিবির তিনটি পরিদর্শন করেন তিনি। সামাজিক সুরক্ষা যোজনার বিষয়টি নিয়ে বেশি খোঁজখবর নেন।

Latest article