সংবাদদাতা, বসিরহাট : সুন্দরবনে বাঘে আক্রান্ত পরিবারগুলোকে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে সচেতন করতে অভিনব পন্থা নিলেন প্রশাসনিক আধিকারিকরা ও বিধায়ক দেবেশ মণ্ডল। বৃহস্পতিবার শিল্পীরা খোল-করতাল বাজিয়ে দুয়ারে সরকার প্রকল্পের সচেতনতা বার্তা দিলেন। ছিলেন বিডিও, জয়েন্ট বিডিও-ও।
আরও পড়ুন-কালো জাদুর শাস্তি মলমূত্র ভক্ষণ, অপমানে আত্মঘাতী ১
বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত গ্রাম শামসেরনগর ও পারঘুমটি। জঙ্গলে কাঠ ও মধু সংগ্রহ করতে গিয়ে এবং নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হয়েছে পারঘুমটির বহু পুরুষের। গ্রামটি বিধবা গ্রাম হিসেবে পরিচিত। সেখানে বিধবা মহিলারা দুয়ারে সরকার প্রকল্প ঠিকমতো পাচ্ছেন কিনা সরেজমিনে দেখলেন সবাই। জঙ্গল পাড়ের মানুষেরা দুয়ারের সরকার প্রকল্পের সুবিধা হাতের মুঠোয় পেয়ে সরকারকে অসংখ্য সাধুবাদ দিলেন।