ভ্রাম্যমাণ শিবিরে জোর

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দার্জিলিং (Darjeeling) জেলার পাহাড় ও সমতলেও শুরু হল ষষ্ঠ দুয়ারে সরকার (Bengal- Duare Sarkar)। মাটিগাড়াতে শিবির উদ্বোধন করেন জেলাশাসক এস পুন্নম বালাম। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে আরও বেশি সরকারি প্রকল্পের সুবিধা পায়, তাই এবার গোটা জেলায় ১৮০৩টি দুয়ারে সরকারের (Bengal- Duare Sarkar) শিবির করা হয়েছে। ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্প চলবে। রাজ্যে সরকারের ৩৩টি প্রকল্পের ১৭টি দফতরের সুবিধা পাবে সাধারণ মানুষ। তবে পাহাড় ও সমতলের প্রত্যন্ত এলাকা-সহ বেশ কিছু চা-বাগানে ভ্রাম্যমাণ অর্থাৎ মোবাইল ক্যাম্প পাঠানো হচ্ছে। জেলাশাসক জানান, ৭৮১টি মোবাইল ক্যাম্প করা হচ্ছে। যা সরাসরি মানুষের কাছে যাবে। এর বাইরে ১০২২ কনভেনশনাল ক্যাম্প হচ্ছে। এবার ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাজ্যে সরকারের বিভিন্ন দফতরের দক্ষ কর্মীরা শিবির পরিচালনা করছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও থাকছেন।

আরও পড়ুন-পাহাড়-সমতলে সাড়া জাগিয়ে শুরু দুয়ারে সরকার

Latest article