সংবাদদাতা, বর্ধমান : মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ৩৬টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিতে রাজ্য জুড়ে চলেছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে তিনদিনেই আবেদন জমা পড়ল প্রায় ৭৮ হাজার। যার মধ্যে কেবল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতেই আবেদন জমা পড়েছে ৪৮ হাজার ৯০৪, বার্ধক্যভাতার জন্য ৭,৩৮৯, লক্ষ্মীরভাণ্ডারে ৫,৭৭১ ও খাদ্যসাথী প্রকল্পে ২,৯৮৭ জন।
আরও পড়ুন-খুলে গেল ভুটান সীমান্তের চাইনিস লাইন
এছাড়াও স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু ও পরিযায়ী শ্রমিক প্রকল্পেও আবেদন উল্লেখযোগ্য। আবেদনের নিরিখে সবথেকে এগিয়ে ব্লক ভাতার। তারপর যথাক্রমে কালনা ১, কাটোয়া ২, রায়না ১, রায়না ২ ও কেতুগ্রাম ১।
জেলাপরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, জেলায় প্রায় ৬২০০ শিবির হবে। মানুষকে সচেতন করতে বিভিন্ন গ্রাম ও শিবির পরিদর্শনে যান মন্ত্রী স্বপন দেবনাথ। শুধু পরিদর্শনই নয় কালনা মহকুমার নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে নিজেই বেশ কিছু আবেদনকারীর ফর্ম পূরণ করে দেন।
আদিবাসী-অধ্যুষিত এলাকায় সচেতনতা বাড়াতে একাধিক গ্রামে ঘোরেন জেলাশাসক পুর্ণেন্দুকুমার মাজি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। জানান, গ্রামবাসীরা অনেকেই দিনমজুরি করেন, তাই নির্দিষ্ট সময়ে ক্যাম্পে হাজির হতে পারছেন না। তাই তিনি নির্দেশ দেন, এই সব এলাকায় আলাদাভাবে তাঁদের সময় অনুযায়ী শিবির করা হচ্ছে। জেলায় এই ধরনের ৫০০টি শিবির হবে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…