বাংলা আবার দেশের সেরা

Must read

প্রতিবেদন : বাংলা আবার দেশের সেরা। সেরার সেরা মুকুট উঠল বাংলার (West Bengal) মাথায়। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) পেল জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে দেশের সেরা অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স-২০২১ সম্মান এল নবান্নর (Nabanna) ঘরে। সাধারণ মানুষের দরজায় দরজায় সরকারি পরিষেবাকে পৌঁছে দিয়ে রাজ্য সরকারের এই অভিনব কর্মসূচিকে স্যালুট জানিয়ে সম্মানিত করা হচ্ছে।

কারা এই কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই? এই সোসাইটিটি তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞদের নিয়ে তৈরি দেশের সবচেয়ে বড় এবং অলাভজনক একটি সংস্থা। দেশজুড়ে এই সংস্থায় রয়েছেন ৯০ হাজারের বেশি সদস্য। যাঁদের মধ্যে সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রোজেক্ট ম্যানেজার মিলিয়ে দেশের সর্বশ্রেষ্ঠ মেধার মানুষজন রয়েছেন। যাঁরা সমস্ত কিছু বিচার-বিবেচনা করে এই সম্মান পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিয়েছেন।

আরও পড়ুন-বিজেপি মিথ্যাবাদী প্রমাণ দিল সিবিআই

২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে থাকা প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভাব-অভিযোগ শুনবেন। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবেন। ২০২০ সাল থেকে শুরু হওয়া একাধিক প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, জমিজট সমাধান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পগুলি জনপ্রিয় হয়। তার আগে কন্যাশ্রী (Kanyashree) থেকে রূপশ্রী, যুবশ্রী প্রকল্প মানুষের মুখে মুখে ফিরেছে। বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। আবার দেশের সেরা।

Latest article