আজ থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার

এবার দুয়ারে সরকার শিবিরকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। এবার দুয়ারে সরকার শিবিরকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবারই প্রথম রাজ্যের প্রতি বুথে শিবিরের আয়োজন করা হবে। এজন্য ১০ মার্চের মধ্যে ১ লক্ষ শিবিরের কর্মসূচি ইতিমধ্যেই স্থির করা হয়েছে। কর্মসূচির প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, এবার এই কর্মসূচি থেকে ৩৩টি সরকারি পরিষেবার সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন-গণতন্ত্রের পীঠস্থান গণতন্ত্র মূহ্যমান

দুয়ারে সরকারে যুক্ত হচ্ছে চার নতুন পরিষেবা
বিধবা পেনশন, মেধাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য কৃষি সেচ যোজনা— এই চার নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী-সহ রাজ্য সরকারের ১৭ দফতরের পরিচালিত ৩৩টি প্রকল্পের সুবিধা মিলবে।
আবেদন করা যাবে ১০ এপ্রিল পর্যন্ত
দুয়ারে সরকার শিবিরে সাধারণ মানুষ ১০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে জমা পড়া সব আবেদন খতিয়ে দেখে ১১ থেকে ২০ তারিখের মধ্যে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এ-ব্যাপারে নবান্ন থেকে প্রতিটি জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন-নারী জাগরণ ঘটিয়েছিলেন কমলাদেবী

চালু হল কন্ট্রোল রুম এবং হেল্পলাইন
রাজ্যস্তরে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। যার নম্বর ১৮০০-৩৪৫-০১১৭ এবং ০৩৩-২২১৪-০৫১২। কর্মসূচি চলাকালীন রাজ্য জুড়ে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম চালু থাকবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। এ ছাড়াও ব্লক, জেলা ও রাজ্যস্তরে কন্ট্রোল রুম থাকবে।
দায়িত্বে আইএএস আধিকারিকরা

আরও পড়ুন-কনের খোঁজে

এবার দুয়ারে সরকার শিবির পরিচালনা মসৃণভাবে করতে শীর্ষস্থানের প্রশাসনিক আমলাদের নিযুক্ত করা হয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন শিবির পরিদর্শনের জন্য ৪৪ জন আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। গত পাঁচটি দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্যে মোট ৩ লক্ষ ৭৫ হাজার শিবিরের মাধ্যমে প্রায় সাত কোটি মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

Latest article