প্রতিবেদন : সাধারণ মানুষের থেকে বিপুল সাড়া মেলায় রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘দুয়ারে সরকার’-এর (West Bengal- Duare Sarkar) মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হল। পূর্ব ঘোষণামতো ৩০ নভেম্বর বুধবার এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার এক নির্দেশিকায় জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত ‘দুয়ারে সরকার’ (West Bengal- Duare Sarkar) এবং ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি চলবে। আগের মতোই এই অস্থায়ী শিবিরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ কিংবা ‘কন্যাশ্রী’র মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবে আমজনতা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে এই শিবিরে প্রায় সত্তর লক্ষ মানুষ বিভিন্ন আবেদন জানিয়েছেন। মানুষের এই বিপুল সাড়া দেখেই এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে বড়দিন উপলক্ষে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল নবান্ন। এবার বড়দিনে টানা তিনদিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২৫ ডিসেম্বর বড়দিন। কিন্তু সেদিন রবিবার পড়ায় ২৬ ডিসেম্বর সোমবার ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওদিকে ২৪ ডিসেম্বর পড়েছে শনিবার। যার ফলে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এক বিজ্ঞপ্তিতে এই ছুটির কথা ঘোষণা করেন।
আরও পড়ুন-সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে ইছামতিতে লঞ্চের স্টিয়ারিং দক্ষ প্রশাসকের হাতে