প্রতিবেদন : বাড়ানো হল দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরের সময়সীমা। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের সময়সীমা ধার্য ছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
সোমবার রাজ্য সরকারের (West Bengal Government) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে যে আবেদন গৃহীত হয়, তার পরিষেবা প্রদান করা হবে। এদিন সেই তারিখ বর্ধিত করে ৩০ এপ্রিল করা হয়েছে।
এমত সিদ্ধান্তে রাজ্যের সমস্ত জেলায় শিবিরের আয়োজনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশিকাও দেওয়া হয়। গত ১ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয় দুয়ারে সরকারের ষষ্ঠ দফার কর্মসূচি। মাসের পয়লা তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত জনহিতকর প্রকল্পের আবেদন গ্রহণের ব্যাপারে দিন নির্ধারিত হয়। একইভাবে, ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের জন্য দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। সেই তারিখ বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল। ফলত, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে।
আরও পড়ুন- নিবিড় জনসংযোগ আর সাংগঠনিক ঐক্যের উপর জোর