সংবাদদাতা, হাওড়া : দিল্লি-সহ দেশের অনেক শহরেই করোনার প্রকোপ বাড়ছে। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ হাওড়া কর্পোরেশন। এই মুহূর্তে পরিস্থতির মোকাবিলায় টিকাকরণ কর্মসূচি ও বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুরনিগম। পাশাপাশি ১২ বছর ঊর্ধ্ব পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বয়স্ক-বয়স্কাদের জন্য ফের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু করছে হাওড়া কর্পোরেশন। এরই সঙ্গে পুরনিগমের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়মিত টিকাকরণের বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে চালু করা হয়েছে।
আরও পড়ুন-নবান্নের নোটিশ ১৩ হাসপাতালকে
দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি কিছুদিন ধরে বন্ধ থাকায় হাওড়ায় টিকাকরণ কর্মসূচি কিছুটা শ্লথ হয়ে পড়েছিল। কোভিড নিয়ে কেউ যেন বিষয়টি হালকাভাবে না নেয় তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে টিকাকরণ, বুস্টার ডোজ ও পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক জোর দেওয়া হচ্ছে। হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ফের চালু করার পরিকল্পনা করছি। পাশাপাশি প্রত্যেকে যাতে টিকাকরণ কর্মসূচির আওতায় আসে এবং বুস্টার ডোজ পায় তা সুনিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একজনও যাতে ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে আমরা সবরকমের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি রাস্তায় বের হবার সময় সবাই যাতে মাস্ক পরেন ও স্যানিটাইজার ব্যবহার করেন তার জন্যেও আমরা শহরবাসীকে বারবার অনুরোধ করছি। এককথায় হাওড়া পুরসভা এখন থেকেই তৈরি হচ্ছে কোভিড মোকাবিলায়।’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…