সংবাদদাতা, আলিপুরদুয়ার : ডুয়ার্স (Duars) এর কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরতে প্রতি বছর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিশ্ব ডুয়ার্স উৎসব। এ বছর ২রা জানুয়ারি বৃহস্পতিবার উদ্ভোধন হল বিশ্ব ডুয়ার্স উৎসবের।
আরও পড়ুন-অসহায় আদিবাসী দম্পতির পাশে তৃণমূল, চাঁদা তুলে তৈরি করে দেওয়া হল ঘর
আগামী ১১ দিন ধরে কয়েক হাজার স্থানীয় শিল্পীর পাশাপাশি কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ডুয়ার্স উৎসবের মঞ্চে। মূল মঞ্চের পাশাপাশি শিশু কিশোর মঞ্চেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বহু শিশু শিল্পী। এদিন ডুয়ার্স উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বাড়াইক, জে ডি এ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। মঞ্চে স্বাগত ভাষণ দেন ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।