ইউক্রেনের মাটিতে বেনজির আগ্রাসন চালিয়ে পশ্চিমি দুনিয়ার কাছে রাশিয়া এখন যুদ্ধাপরাধী। একের পর এক দেশের নিষেধাজ্ঞার মুখে পড়ছে মস্কো। ফলে বিপাকে রুশ ওলিগার্করা। কারা এই ওলিগার্ক? রাশিয়ার প্রভাবশালী ধনকুবেররা। তাঁরা আপাতত নিরাপদে গা ঢাকা দেওয়ার জায়গা হিসেবে বেছে নিয়েছেন দুবাইকে। বিবিসির খবর, ২০২২ সালের প্রথম তিন মাসেই দুবাইয়ে রুশদের সম্পত্তি কেনার হার ৬৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন-শেয়ারবাজারে পতন জারি
সংযুক্ত আরব আমিরশাহির বাণিজ্যমহলের দাবি, দুবাইয়ে রাশিয়ার ধনকুবের ও উদ্যোক্তাদের নজিরবিহীন ঢল নেমেছে। রিয়েল এস্টেট সংস্থা মডার্ন লিভিং জানিয়েছে, বাড়তি চাহিদা মেটাতে তাদের রুশভাষী এজেন্ট নিয়োগ করতে হচ্ছে। রাশিয়ার এক অর্থনীতিবিদ বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম ১০ দিনেই অন্তত দুই লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছেন। এতদিন যেসব ধনী রাশিয়ান তাঁদের সম্পত্তি সুরক্ষিত রাখতে সুইজারল্যান্ড কিংবা লন্ডনকে বেছে নিয়েছিলেন, তাঁরা এখন দুবাইয়ের দিকে ঝুঁকছেন।