মার্চ, ৩ মার্চ : আরও একটি আইসিসি টুর্নামেন্টের নকআউটে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল ভারতীয়দের। সেই হারের বদলা কি মঙ্গলবার নিতে পারবেন রোহিত শর্মারা?
পরিসংখ্যান কিন্তু ভারতের বিপক্ষে। আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত শেষবার জিতেছিল সেই ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। রোহিত অবশ্য পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। সোমবার সাংবাদিক বৈঠকে এসে তিনি পরিষ্কার বলে দিলেন, ‘‘প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী। আমাদের যেটা করতে হবে, সেটা হল, শেষ তিনটে ম্যাচে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেই একই মানসিকতা নিয়ে খেলা। অস্ট্রেলিয়া আমাদের অচেনা নয়। ওরা কীভাবে খেলে, সেটাও জানি।’’
রোহিত আরও বলেছেন, ‘‘সেমিফাইনাল মানেই স্নায়ুর লড়াই। তবে এমন চাপ নিয়ে খেলতে আমরা অভ্যস্ত। আর জেতার জন্য চাপ দুটো দলের উপরেই থাকবে।’’ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক-সহ একঝাঁক তারকাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ভারত অধিনায়ক বলছেন, ‘‘আমাদের পুরো ফোকাস নিজেদের উপর। একটা দল হিসাবে, ব্যাটিং ও বোলিং ইউনিট হিসাবে খেলতে চাই। অস্ট্রেলিয়াকে মোটেই দুর্বল ভাবছি না। বরং হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, এমনটাই ভাবছি। যদি আমরা মাঠে নেমে নিজেদের কাজ ঠিকঠাক করতে পারি, তাহলে অবশ্যই ফল পাব।’’
আরও পড়ুন-মানবিক পুলিশ, কেন্দ্রে পৌঁছল প্রতিবন্ধী পরীক্ষার্থী
সেমিফাইনালেও কি ভারত চার স্পিনার নিয়েই মাঠে নামবে? রোহিত বলছেন, ‘‘আমাদের এটা নিয়ে ভাবতে হবে। যদি চার স্পিনার খেলাই, তাহলেও ওদের কীভাবে ব্যবহার করব, তা নিয়েও ভাবতে হবে। এই কথাটা বলছি কারণ, এখানকার পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আমরা জানি, কোনটা কাজ করবে আর করবে না। নিউজিল্যান্ড ম্যাচে বরুণের পারফরম্যান্সের পর চার স্পিনারে খেলার কথা মাথায় ঘুরছে ঠিকই। কিন্তু সঠিক কম্বিনেশনের কথাও মাথায় রাখতে হচ্ছে।’’
টুর্নামেন্টের সব ম্যাচ দুবাইয়ে খেলার সুবাদে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। এই তত্ত্ব উড়িয়ে দিয়ে রোহিতের বক্তব্য, ‘‘দুবাই কিন্তু আমাদের ঘরের মাঠ নয়। এখানে যে তিনটে ম্যাচ খেলেছি, প্রত্যেকটির চরিত্র আলাদা আলাদা। দুবাইয়ে কিন্তু আমরা খুব বেশি ম্যাচ আগে খেলিনি। তাই আমাদের কাছেও এটা নতুন অভিজ্ঞতা।’’ তাঁর সংযোজন, ‘‘দুবাইয়ে চার থেকে পাঁচটা উইকেটে খেলা হচ্ছে। তাই জানি না, সেমিফাইনাল কোন পিচে হবে। তবে যে উইকেটেই খেলা হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। সেই অনুযায়ী খেলতে হবে।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…