সংবাদদাতা, দুবরাজপুর : শান্ত বাংলাকে অশান্ত করার জন্য চক্রান্ত শুরু করেছে বিজেপি। এলাকার বিজেপির বিধায়ক ক্রমশ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি সৃষ্টি করছেন। দুবরাজপুর বিধানসভার পদুমা গ্রাম পঞ্চায়েতের গাড়াঁ গ্রামে বাংলা আবাস যোজনার বাড়ি বিলি নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের মাঝে পড়ে সাত জন গ্রামবাসী গুরুতর জখম হয়। মঙ্গলবার সকালে দুবরাজপুর বিডিও অফিস থেকে সরকারি অফিসার যায় বাড়ির নাম নথিভুক্ত করতে। সেসময় বেশ কয়েকজন যুবক দাবি করে তাদের আগে বাড়ি দিতে হবে। সেসময় উপস্থিত অন্যান্য গ্রামবাসী তীব্র বিরোধিতা করে, এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আরও পড়ুন : স্যার এবার ছেড়ে দিন প্রসূতিরও মেলে না রেহাই
একে অপরকে লক্ষ করে ইট, বোমা ছোঁড়ে, এমনকী গুলি চালানো হয় বলে এলাকাবাসীদের দাবি। ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ঘটনার খবর পেয়েছি। পুলিশকে বলা হয়েছে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে। এই সংঘর্ষের ঘটনার পেছনে এলাকার বিজেপির বিধায়কের উস্কানি আছে কিনা সে-বিষয়টিও আমরা তদন্ত করে দেখব। দুবরাজপুর থানার পুলিশ সূত্রে খবর, আপাতত গ্রামে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বাংলা আবাস যোজনা নিয়ে কোনও গন্ডগোল নয়। একটি খেলার মাঠকে ঘিরে এই সমস্যা হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…