বাজারে আনতে হবে হাঁসের মাংস, কমাতে হবে দাম, বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

Must read

রাজ্যের বাজারে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। মুরগির মাংসের পাশাপাশি হাঁসের মাংস আনতে হবে। বৃহস্পতিবার জরুরি পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট দফতর ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর কথায়,”মুরগির মাংসের দাম বেশি রাজ্যে। বাজারে নিয়ে আসতে হবে হাঁসের মাংস। রাজ্যে কমাতে হবে মাছ-মাংসের দাম। বাজারে আনতে হবে ভ্যারাইটি। দেখতে হবে মানুষ কিসে সুবিধা পাচ্ছে। নিয়মিত নজর রাখা হবে বাজারে।”

আরও পড়ুন- কালোবাজারি রুখতে জোর নজরদারিতে, সুফল বাংলায় বিক্রি হবে মাছ

পাশাপাশি আজ তিনি জানিয়েছেন,” তৈরি হবে আরও সুফল বাংলার দোকান। সাধারণের সুবিধার্থে ভাগ করা হবে জেলায় জেলায়। টাস্ক ফোর্স নিয়মিত নজরদারি চালাবে, যাতে কোনও কালোবাজারি না হয়। করলে তাঁর সব জিনিস সরকার বাজেয়াপ্ত করবে।”

Latest article