সংবাদদাতা, জঙ্গিপুর : ভরা বর্ষার মরশুমেও দেখা নেই বৃষ্টির। তাই আদৌ এবার ধানচাষ হবে কিনা তা নিয়ে সন্দিহান চাষিরা। ফলে ফসল বিমার আবেদনে আগ্রহ নেই মুর্শিদাবাদের চাষিদের। ১৫ জুলাই থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত জেলায় আশানরূপ আবেদন জমা পড়েনি। তাই ধানচাষে বিমার আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়িয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-কালনায় তৃণমূলকর্মীকে খুন, অভিযুক্ত বিজেপি
পাশাপাশি চাষিদের শস্যবিমা করানোর আগ্রহ বাড়াতে বিভিন্ন গ্রামে মাঠে মাঠে ঘুরছেন প্রশাসনের আধিকারিকরা। গত খরিফ মরশুমে শস্যবিমা বাবদ প্রায় ৬৬ হাজার চাষিকে ২০ কোটি টাকা দেওয়া হয়। এই ক্ষতিপূরণ পেয়ে চাষিদের মুখে হাসি ফুটেছিল। অথচ এবার চাষিদের বিমার আবেদনে অনীহা নিয়ে উদ্বিগ্ন কৃষি আধিকারিকরা। তাই আরও বেশি করে প্রচারে জোর দেওয়া হয়েছে।
জেলার এক কৃষি অধিকর্তা বলেন, খুব কম আবেদন আসছে। ১৫ জুলাই থেকে খরিফ মরশুমে ধানচাষের বিমার আবেদন শুরু হয়েছে। আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।