ওয়াশিংটন: পাক মদতপুষ্ট সন্ত্রাসের বিপদ ভারত ও আমেরিকা দু’দেশের জন্যই সমান উদ্বেগের। মুখোমুখি সাক্ষাৎপর্বে ভারতের প্রধানমন্ত্রীকে বললেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কোয়াডের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রথম দিনেই বৈঠক করেছেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। মোদি এই প্রথম কমলার মুখোমুখি হলেন। হ্যারিস-মোদির এই বৈঠকে যেমন করোনা মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে, তেমনই উঠে এসেছে সন্ত্রাসবাদের প্রসঙ্গ।
আরও পড়ুন-ধুঁকছে দুর্ভিক্ষে
মোদির সঙ্গে এই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা নিজেই সন্ত্রাসবাদের কথা তোলেন বলে জানিয়েছেন দেশের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ সচিব জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য পাকিস্তানের ভূমিকার কথা স্বীকার করে নিয়েছেন। কমলা বলেছেন, পাকিস্তান বরাবরই জঙ্গিদের মদত দিয়ে থাকে। পাক মদতপুষ্ট জঙ্গিরা বারেবারে ভারতের শান্তি ও স্থিতি নষ্ট করার চেষ্টা করেছে। ভাইস-প্রেসিডেন্ট কমলা নিজেও পাকিস্তানকে এ বিষয়ে সতর্ক করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টকে উদ্ধৃত করে শ্রিংলা আরও জানিয়েছেন, আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে স্পষ্ট জানানো হয়েছে, সে দেশের মদতপুষ্ট জঙ্গিরা যেন কোনওভাবেই ভারত ও আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে নেতিবাচক ঘটনা না ঘটায়। আমেরিকা সফরের প্রথম দিনেই কমলার সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন মোদি।
আরও পড়ুন-কোপ এবার অমরিন্দর-ঘনিষ্ঠদের ওপর
শুধু আফগান পরিস্থিতি বা পাকিস্তান নিয়ে আলোচনা হয়েছে তা নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদি দুই দেশের গণতন্ত্র রক্ষা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও দীর্ঘ আলোচনা করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি কমলা হ্যারিসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাইডেন ও কমলার নেতৃত্বে আমেরিকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি ভারত ও আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। ভারত-আমেরিকার স্বাভাবিক বন্ধু। এই বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করতে হবে। অন্যদিকে কমলা বলেন, ভারতের সঙ্গে আমার পারিবারিক বন্ধন রয়েছে। দু’দেশের সম্পর্কের উন্নতিতে আমি কাজ করব। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্কট মরিসনের সঙ্গেও বৈঠক করেন মোদি।