রেমালের জেরে এই জেলায় ঘোর দুর্যোগের আশঙ্কা

শুক্রবারের মধ্যে নিম্নচাপ অনেকটাই গভীর হতে চলেছে । এরপর সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা উত্তর-পূর্ব দিকে সরে যাবে বলেই খবর।

Must read

বুধবার বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যদিও সপ্তাহের শেষে বাড়বে বৃষ্টি। বাংলায় সাইক্লোন রিমালের প্রভাব কতটা পড়বে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর এখনো কিছু জানায় নি। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই বিষয় স্পষ্ট। শুক্রবারের মধ্যে নিম্নচাপ অনেকটাই গভীর হতে চলেছে । এরপর সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা উত্তর-পূর্ব দিকে সরে যাবে বলেই খবর।

আরও পড়ুন-কলকাতায় চিকিৎসা করাতে এসে নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ

বুধবার সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় অস্বস্তিকর পরিবেশ থাকলেও দুপুরের পর থেকে বদলের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভারী বৃষ্টি হবে শনি ও রবিবার। আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহের শেষের দিকে উপকূলের জেলাগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। ইতিমধ্যেই শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যপাল প্রমাণ করলেন তিনি বিজেপিরই এজেন্ট

বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার মালদা এবং দিনাজপুরে ঝড়-বৃষ্টির হতে পারে। তবে বৃহস্পতিবার মালদা ও দিনাজপুরে দুর্যোগের সম্ভাবনা প্রবল। বুধবার সকালের দিকে কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে ফের পাল্টাবে পরিবেশ। শনি এবং রবিবার শহরে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। শনিবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Latest article