ভয়াবহ দূষণ, ক্লাসরুমের বাইরে খেলাধুলোয় নিষেধাজ্ঞা জারি করা হল রাজধানী দিল্লিতে

ভয়ঙ্কর দূষণের জেরে দিল্লিতে স্কুলের ক্লাসরুমের বাইরে যাবতীয় কর্যকলাপে জারি করা হল নিষেধাজ্ঞা। এখন থেকে আর খেলাধূলোর ক্লাস করানো যাবে না বাইরে।

Must read

নয়াদিল্লি : ভয়ঙ্কর দূষণের জেরে দিল্লিতে স্কুলের ক্লাসরুমের বাইরে যাবতীয় কর্যকলাপে জারি করা হল নিষেধাজ্ঞা। এখন থেকে আর খেলাধূলোর ক্লাস করানো যাবে না বাইরে। কমিশন ফর এয়ার কোয়ালিটি মেনেজমেন্টকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারই ভিত্তিতে স্কুলে স্কুলে নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। শীর্ষ আদালতের মতে, যাবতীয় খেলার কর্মসূচি রাখা হোক কম দূষণের মাসগুলিতে। কারণ অবস্থা এতোটাই বিপদজনক স্তরে পৌঁছেছে, যে নভেম্বর ও ডিসেন্বরে শিশুদের আউটডর অ্যাক্টিভিটি মানে গ্যাস চেম্বারে রাখার সমান। আদালতের সুপ্রিম কোর্টের কঠোর মন্তব্যে হুঁশ ফিরেছে দিল্লি সরকারের। দিল্লি জুড়ে বাতাসের মান ‘চরম’ অবনতির ক্যাটাগরিতে নেমে যাওয়ায় রাজ্য সরকার স্কুলগুলিতে বাইরের খেলাধুলা এবং অন্যান্য কার্যকলাপ অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-২৬ নভেম্বর সংবিধান দিবস সংসদে শীতকালীন অধিবেশনে একগুচ্ছ বিল

এই নির্দেশ সুপ্রিম কোর্টের পূর্ববর্তী পদক্ষেপের একদিন পরেই এল, এই নির্দেশ। দিল্লি-এনসিআর-এর বায়ু দূষণ নিয়ন্ত্রক সংস্থা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট তাদের পরামর্শে জানিয়েছে যে দূষণের মারাত্মক মাত্রার কারণে সকল ক্রীড়া প্রতিযোগিতা অবশ্যই স্থগিত রাখতে হবে। কমিশন আরও উল্লেখ করেছে যে দিল্লির বর্তমান বায়ুমান শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কমিশনের এই নির্দেশিকা দিল্লি-এনসিআর-এর সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্বীকৃত ক্রীড়া সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য। এই সপ্তাহে দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’ এবং ‘চরম’ ক্যাটাগরির মধ্যে ঘোরাফেরা করেছে। শুক্রবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৩, যা কার্যত প্রতিদিন প্রায় ১০ থেকে ১১টি সিগারেট ধূমপানের সমতুল্য। সুপ্রিম কোর্ট এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে এবং খেলাধুলাগুলিকে নিরাপদ মাসে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিল; এরপরই কমিশন-কে স্কুলগুলির জন্য নির্দেশ জারি করতে বলা হয়। আদালতকে সহায়তা করা অ্যামিকাস কিউরি মন্তব্য করেছেন যে নভেম্বর এবং ডিসেম্বরে বাইরের কার্যকলাপ বজায় রাখা স্কুলগামী শিশুদেরকে ‘গ্যাস চেম্বারে’ রাখার সমান। এমনকি দিল্লি হাইকোর্টও সরকারকে এই সময়ে খেলাধুলার অনুমতি দিয়ে ‘দায়িত্ব এড়িয়ে যাওয়ার’ জন্য সমালোচনা করেছিল। চিকিৎসকরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে শিশুদের ফুসফুস এখনও বিকাশমান থাকায়, তারা দ্রুত শ্বাস নেওয়ায়, এবং বাইরে বেশি সময় কাটানোর কারণে প্রাপ্তবয়স্কদের তুলনায় দূষিত বাতাসের শিকার বেশি হয়। গবেষণায় দেখা গেছে যে পিএম ২.৫ এবং পিএম ১০-এ দীর্ঘমেয়াদি এক্সপোজার কেবল ফুসফুসের ক্ষমতা কমায় না, বরং শ্বাসযন্ত্রের বিকাশকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে, হাঁপানি সৃষ্টি করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে।

Latest article