দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং ব্যতিত রাজ্যের বাকি সব জেলায় স্কুলের গরমের ছুটি (Summer vacation) এগিয়ে আনা হয়েছে। যদিও আগেই ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে এবার সেই ছুটি দুই সপ্তাহ এগিয়ে আনা হল। ২২ এপ্রিল থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে। রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুলগুলিকেও ২২ তারিখ থেকে গরমের ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছে । শুধু তাই নয়, বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের ছুটির জন্য ছাত্রছাত্রীদের যে ক্ষতি হবে তার জন্যে পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস করতে হবে। রাজ্যে স্কুল শিক্ষা দফতর মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে যাবতীয় নির্দেশ দিয়েছে। ছুটির দিনক্ষণ ঘোষণা হলেও স্কুল কবে খুলবে সেটা এখনও বলা হয়নি।
আরও পড়ুন-ভোটের মুখে ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পরিযায়ী শ্রমিক
বৈশাখের শুরুতেই বাংলা জুড়ে চলছে তাপপ্রবাহের দাপট। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই অবস্থায় তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। তাই এবার গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন-বাংলায় ৫০০ কোটি লগ্নি মাদার ডেয়ারির, হবে কর্মসংস্থান
উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বি পি গোপালিকের নেতৃত্বে একটি বৈঠক হয় নবান্নে। সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছিল। শিক্ষামন্ত্রীও জানান, গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হবে। সেই মতো শিক্ষা দফতর ছুটির ঘোষণা করে সরকারি ভাবে আজ বিজ্ঞপ্তি জারি করে দিল।