প্রতিবেদন : রাজ্যের বকেয়া ইস্যুতে জানুয়ারিতেই বৈঠক হওয়ার সম্ভাবনা কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে। বৃহস্পতিবার দিল্লিতে জানান তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। গত শীতকালীন অধিবেশন চলাকালীন দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী। তখনই রাজ্য ও কেন্দ্রের আধিকারিকদের মধ্যে বৈঠক করে মীমাংসার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী জানুয়ারি মাসেই বৈঠক হবে বলে মনে করছে তৃণমূল।
আরও পড়ুন-মহুয়ার মামলায়
ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনরেগা, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, মিড ডে মিলে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লিতে এসে আন্দোলন করেছেন। রাজধানীর বুকে অভিষেকের আন্দোলনে শরিক ছিলেন মনরেগা ও অন্যন্য প্রকল্পে বঞ্চিত মানুষজনও। বিভিন্ন জেলা থেকে উপভোক্তারা এসে কেন্দ্রের কাছে তাঁদের ন্যায্য বকেয়া মেটানোর দাবি জানিয়ে গিয়েছেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন-জন্মদিনে কল্যাণকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির
কেন্দ্রের থেকে এই মুহূর্তে জিএসটি ক্ষতিপূরণ সহ রাজ্যের মোট বকেয়ার পরিমাণ ১ লক্ষ কোটি টাকা। তার মধ্যে আবাস যোজনা খাতে কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়ার পরিমাণ ৯,৩৩০ কোটি টাকা, মনরেগায় বকেয়ার পরিমাণ ৬,৯০০ কোটি টাকা। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুল বাবদ ৬,৩৩০ কোটি টাকা, ইয়াস-এর জন্য ৪,০২০ কোটি টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য ৮৩০ কোটি টাকা, গ্রামীণ সড়ক যোজনাতে ৭৭০ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনে ৩৫০ কোটি টাকা, এনএসএপি (পেনশন প্রকল্প) বাবদ ২০৫ কোটি টাকা, মিড ডে মিলের জন্য ১৭৫ কোটি টাকা, পারফরম্যান্স গ্রান্ট সব মিলিয়ে মোট বকেয়া ১ লক্ষ কোটি টাকার বেশি। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দীর্ঘদিনের অমীমাংসিত বকেয়ার বিষয়ে রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকদের একটি বৈঠক হবে। আমরা আশা করি এটি জানুয়ারিতেই হবে। তারপরেই মনরেগা এবং অন্যান্য প্রকল্পের অধীনে বাংলার বকেয়া অবিলম্বে মঞ্জুর হয়ে যাবে। মন্তব্য ডেরেকের।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…