ছোটদের নিয়ে মেগা সিরিয়াল বাংলায় খুব বেশি হয় না। যতগুলো হয়েছে রীতিমতো জমে গেছে। ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’ দর্শকদের মন কেড়েছিল। তবুও বেশিরভাগ নির্মাতা-নির্দেশকরা শাশুড়ি-বৌমার কচকচানি নিয়েই মেতে থাকতে পছন্দ করেন। এর মধ্যে ভরা বসন্তে শরতের শিউলি সুবাস ছড়িয়েছে একটি বাংলা মেগা সিরিয়াল। তুলে ধরেছে ছোটদের গল্প। সেটা হল ‘দুগ্গামণি ও বাঘ মামা’।
গল্পে দেখা যাচ্ছে— ছোটবেলাতেই মায়ের থেকে আলাদা হয়ে যায় ছোট্ট মেয়ে দুগ্গামণি। সে একটি আশ্রমে আশ্রয় পায়। যদিও সেখানে অভিজ্ঞতা মধুর হয় না। আশ্রমের মালিক মোটা অংকের বিনিময়ে তাকে বেচে দেওয়ার চেষ্টা করে। সেটা বুঝতে পেরে আশ্বিনের এক শারদপ্রাতে দুগ্গামণি পালিয়ে যায়। ঘুরতে ঘুরতে মহালয়ার ভোরে পৌঁছয় ঠাকুর দালানে। সেখানে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। রং-তুলি নিয়ে দুগ্গামণি এঁকে দেয় মা দুর্গার চোখ। হঠাৎ এমন এক পরিস্থিতি হয় যে, মা দুর্গার কপালের চোখের ছাপ পড়ে যায় ছোট্ট মেয়েটির কপালে। আঁকা হয়ে যায় তৃতীয় চক্ষু। তখনই দুগ্গামণি অর্জন করে অদ্ভুত এক ক্ষমতা। অন্যের মন বুঝতে পারার ঐশ্বরিক ক্ষমতা। তার আশ্চর্য ক্ষমতা দেখে অবাক হয়ে যান সবাই।
কেন্দ্রীয় চরিত্র ‘দুগ্গামণি’কে ঘিরেই তরতরিয়ে এগোচ্ছে এই মেগা সিরিয়ালের গল্প। এই চরিত্রে দেখা যাচ্ছে শিশুশিল্পী রাধিকা কর্মকারকে। কোথাও কোনও জড়তা নেই। এই খুদে অভিনেত্রী সাবলীলভাবে মেলে ধরছে নিজেকে। ইতিমধ্যেই জিতে নিয়েছে দর্শকদের মন।
আরও পড়ুন-বেলপাহাড়িতে বিকল্প চাষের দিশা দেখাচ্ছে পাহাড়ি অর্কিড
পাশাপাশি অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানালি দে। তাঁর চরিত্রের নাম গায়ত্রী। তিনি একটি বনেদি বাড়ির গৃহিণী। শক্তিশালী, ঐতিহ্যবাহী, অভিজাত পরিবারের অংশ হওয়া সত্ত্বেও, সন্তান হারানোর কারণে প্রতি মুহূর্তে তাঁকে আতঙ্কে থাকতে হয়। ছোট্ট অনাথ শিশু দুগ্গামণির প্রতি তিনি স্নেহপ্রবণ হয়ে পড়েন। দুগ্গামণিও গায়ত্রীর মধ্যে খুঁজে পায় নিজের মায়ের ছায়া। মানালির অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। যথাযথভাবে পূরণ করছেন চিত্রনাট্যের চাহিদা। এই ধরনের চরিত্রে এর আগে তাঁকে দেখা যায়নি।
মানালির বিপরীতে অভিনয় করছেন রাহুল দেব বসু। কথা হল তাঁর সঙ্গে। তিনি জানালেন, আমার চরিত্রের নাম প্রকাশ। বাড়ির ছোট ছেলে। গায়ত্রীর স্বামী। সন্তানহীনতা দুজনের সম্পর্কে কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। যদিও স্ত্রীর প্রতি প্রকাশ কর্তব্যপরায়ণ। ভালও বাসে। মার্জিত যুবক। মনটি ফুলের মতো সুন্দর। পরিবারের চাপে পড়েই মাঝেমধ্যে মেজাজ হারায়। যদিও পরিবারকে এক রাখার জন্য অনেক কিছু করেছে। কলকাতার কালার ফিউশন স্টুডিওয় চলছে শ্যুটিং। এর আগে মানালির সঙ্গে কাজ করেছি। দুজন বাচ্চা আছে ইউনিটে। শিশুশিল্পী রাধিকা খুব সাবলীল। ওর বয়সে আমরা হয়তো এতটা স্মার্টলি অভিনয় করতে পারতাম না। খুব মিষ্টি মেয়ে। দারুণ এনার্জি। ইউনিটের অনেকেই পূর্বপরিচিত। কাজের অভিজ্ঞতা খুবই ভাল। ডিরেক্টোরিয়াল টিম খুব স্ট্রং। কয়েকটি পর্ব দেখানো হয়েছে। পাচ্ছি দর্শকদের প্রশংসা।
শিশুকন্যার ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে এখানে। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের ইস্ট নর্থ এবং প্রিমিয়াম ক্লাস্টারের প্রধান ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ বলেছেন, ‘এই মেগা সিরিয়াল বাংলার ঐতিহ্যের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি, যা ঐশ্বরিক নারীশক্তি এবং মায়ের ভালবাসার গভীর আবেগগত শক্তিকে উদযাপন করে। এর গল্প বলার ধরন অনন্য। রহস্যময় উপাদানগুলো একটি মাস্টারপিস হওয়ার প্রতিশ্রুতি দেয়। দর্শকেরা এমন একটি আকর্ষণীয় আখ্যানের জন্য অপেক্ষা করতে পারেন, যা ভাগ্যের প্রতি বিশ্বাস, ঐশ্বরিক ন্যায়বিচার এবং মা এবং সন্তানের মধ্যে চিরন্তন বন্ধনকে শক্তিশালী করে।
জি বাংলার বিজনেস হেড এবং জি টিভির প্রধান কন্টেন্ট অফিসার নবনীতা চক্রবর্তী বলেন, ‘দুগ্গামণির মন পড়ার ক্ষমতা কেবল একটি জাদুকরী শক্তি নয়, এটা অন্তর্দৃষ্টি, সহানুভূতি এবং অদৃশ্য সুতোর গভীর প্রতীক হিসেবে কাজ করে, যা আমাদের মানুষ হিসেবে সংযুক্ত করে। আশা করি এই গল্প দর্শকদের দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্ত এবং মিথস্ক্রিয়ার মধ্যে থাকা অসাধারণ সম্ভাবনাকে চিনতে এবং বুঝতে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন-আদিবাসী উন্নয়ন দফতরের ২৮ লক্ষে হচ্ছে ঢালাই রাস্তা
অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সোহাগ সেন, অভিজিৎ গুহ, কন্যাকুমারী মুখোপাধ্যায়। প্রযোজনায় মিসিং স্ক্রু। রচনা ও সৃজনশীল পরিচালনায় সাহানা দত্ত। অনেকেই বলেন তাঁর জহুরির চোখ। ছাইচাপা প্রতিভাকে লালন করে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন। এর আগেও তিনি ছোটদের জন্য মেগা সিরিয়াল তৈরি করেছেন। দুগ্গামণির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন পৌলোমী ভৌমিক ও সুদীপ পাল৷ ৩ মার্চ থেকে জি বাংলার পর্দায় প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে নটায় সম্প্রচারিত হচ্ছে ‘দুগ্গামণি ও বাঘ মামা’। এই মেগা সিরিয়ালের মধ্যে দর্শকদের টেনে রাখার যথেষ্ট ক্ষমতা আছে।