আদিবাসী পর্ষদের নতুন প্রধান হলেন দুলাল মুর্মু

Must read

প্রতিবেদন : রাজ্য আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু (Dulal Murmu)। তিনি ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও। ভাইস চেয়ারম্যান পদে এসেছেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। ২০ জনের নতুন জেনারেল বডিতে সদস্য হিসেবে সাঁওতালি সাহিত্যিক সুচিত্রা হাঁসদা, জনজাতি নেতা রবিন টুডু, আদিত্য কিস্কুর মতো জনা পনেরো পুরনো মুখ ফের ঠাঁই পেয়েছেন। সদস্যপদে নতুন মুখ কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। তা ছাড়া, এখানে সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি, মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধিরাও আছেন। ২০১৮ সালের এপ্রিল মাসে আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে প্রথম এই পর্ষদ গঠিত হয়েছিল। প্রথম চেয়ারম্যান হন বিরসা তিরকে। ২০২৩ সালে পর্ষদের পরবর্তী জেনারেল বডিতে কিছু রদবদল হয়। চেয়ারপার্সন হন মুখ্যমন্ত্রী, ভাইস চেয়ারপার্সন বিরবাহা হাঁসদা। গতবার ২০ জনের জেনারেল বডিতে সদস্যপদে ছিল বেশ কিছু নতুন মুখ। এ বার পর্ষদের চেয়ারম্যান হয়েছেন দুলাল (Dulal Murmu)।

আরও পড়ুন-মোদির সফরের পর ট্রাম্পের থেকে শুল্ক উপহার পেল ভারত

Latest article