দমদম থেকে ছাড়বে না আর কোনও মেট্রো

আগামী ২৯ ডিসেম্বর থেকে এই নয়া সময়সূচি কার্যকর হতে চলেছে। স্পেশ্যাল মেট্রোগুলির সূচিতে যদিও এখনই কোনও পরিবর্তন নেই।

Must read

বছর শেষে পাল্টে গেল মেট্রো (Kolkata Metro) সময়সূচি। কোন মেট্রো দমদম থেকে ছাড়বে না, বদলে দক্ষিণেশ্বর থেকেই ছাড়বে সব ট্রেন। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। মেট্রো রেলের তরফে এবার বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল দু’টি প্রান্তিক স্টেশন থেকে মেট্রো চলাচলের ব্যবধান ৬ মিনিট থেকে বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। আগে ৬ মিনিট অন্তর ট্রেন পাওয়া যেত কিন্তু এখন থেকে ৭ মিনিট অন্তর আসবে ট্রেন। আপাতত কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরকে প্রান্তিক স্টেশন হিসাবে দেখা হচ্ছে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নয়া মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। নতুন টাইম টেবিলও তৈরী হয়েছে। সকাল ৬টা বেজে ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে ছাড়বে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো সকাল ৭টায় ছাড়ত, এবার সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-সঞ্জয় রাইকে জেরা বিচারকের

সকাল ৯টা নাগাদ নোয়াপাড়া থেকে আরও একটি মেট্রো দক্ষিণেশ্বর আসবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত ৯:২৮ মিনিটে ছাড়ত। সেটির সময় এবার থেকে বাড়ানো হয়েছে। ৯টা বেজে ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে। আগামী ২৯ ডিসেম্বর থেকে এই নয়া সময়সূচি কার্যকর হতে চলেছে। স্পেশ্যাল মেট্রোগুলির সূচিতে যদিও এখনই কোনও পরিবর্তন নেই।

Latest article