প্রতিবেদন : বন্ধুত্বের প্রয়াসের আড়ালে কংগ্রেস-সিপিএমের (Congress-CPM) মধ্যে আসল সম্পর্কটা যে কতটা দ্বিচারিতায় ভরা, তা বেআব্রু হয়ে গেল আরও একবার। বাংলায় যখন কংগ্রেসের একটু সঙ্গলাভের বাসনায় চাতকপাখির মতো চেয়ে আছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, ঠিক তখনই কেরলে রাহুল গান্ধীকে তুলোধোনা করছেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাহুল গান্ধীর দিকে অভিযোগের আঙুল তুলে তাঁকে সরাসরি ‘ডবল স্ট্যান্ডার্ড’ বলে অভিহিত করেছেন প্রবীণ সিপিএম নেতা। বোঝাতে চেয়েছেন, দু’রকম নীতি নিয়ে চলছেন রাহুল। প্রশ্ন তুলেছেন, রাহুল কি আদৌ বিজেপিকে হারাতে চান? এখানেই শেষ নয়, আরও কয়েক কদম এগিয়ে বিজয়ন মন্তব্য করে বসেছেন, ওয়েনাড়ে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অনুপযুক্ত রাহুল। বাংলায় এবং কেরলে সিপিএমের (Congress-CPM) এই অদ্ভুত দ্বিচারিতায় স্তম্ভিত রাজনৈতিক মহল। লক্ষণীয়, বাম শরিকদের তীব্র বিরক্তি সত্ত্বেও বাংলায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের হাত ধরার জন্য উদগ্রীব হয়ে আছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এব্যাপারে নীতিনৈতিকতার ধারও ধারছে না সিপিএম। আর লজ্জাঘেন্নার মাথা খেয়ে কংগ্রেসও বসে আছে তাদের পথ চেয়ে। অথচ ঠিক উল্টো ছবি কেরলে। কংগ্রেসের শীর্ষনেতা রাহুলের বিরুদ্ধে সিপিএমের মুখ্যমন্ত্রীর এমন বিষোদ্গারের কারণটা কী? আসলে ওয়েনাড় লোকসভা কেন্দ্রে রাহুল কংগ্রেস প্রার্থী হওয়াতেই গোঁসা হয়েছে বিজয়নের। কারণ, সব আশায় জল ঢেলে দিয়ে বামেদের বেশ ফ্যাসাদে ফেলে দিয়েছে কংগ্রেস। এখানে সিপিআই প্রার্থী করেছে অ্যানি রাজাকে। স্বাভাবিকভাবেই তাঁকে হারাতে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস। আর এই রাগেই রাহুলের বিরুদ্ধে খোলাখুলি তোপ দেগেছেন বিজয়ন। রাহুল প্রতিদ্বন্দ্বিতার অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, রাহুল কি বলতে পারবেন, তিনি এনডিএ-র বিরুদ্ধে লড়াই করতে এসেছেন এখানে? আসলে তিনি এসেছেন এলডিএফের বিরুদ্ধে লড়াই করতে। বিজয়নের মন্তব্য এবং রাহুলের জেদ থেকে একটা বিষয় স্পষ্ট, চটকে যেতে বসেছে কংগ্রেস-সিপিএম সম্পর্ক।
আরও পড়ুন- জুমলা সরকার, কেন বদলি করা হবে না কেন্দ্রের অফিসারদের?
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…