খেলা

জবিদের দৌড় থামিয়ে ডুরান্ড নর্থইস্টের

অনির্বাণ দাস
শেষরক্ষা হল না। তীরে এসে তরী ডুবল ডায়মন্ড হারবারের। শনিবার কিবু ভিকুনার দলকে ৬-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। মহামেডান স্পোর্টিং ও চিরাগ ইউনাইটেডের পর বাংলার তৃতীয় দল হিসেবে অভিষেকেই ডুরান্ড জিতে ইতিহাস গড়ার সুযোগ অধরাই রয়ে গেল ডায়মন্ড হারবারের।

আরও পড়ুন-উৎপাদন দ্বিগুণ করছে বাংলার ডেয়ারি

একটি গোল এবং তিন-তিনটে অ্যাসিস্ট! একাই জবি জাস্টিনদের কাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন নর্থইস্টের মরোক্কান ফরোয়ার্ড আলাদিন আজেরাই। এদিন যুবভারতীতে উপস্থিত ছিলেন বলিউড তারকা তথা নর্থইস্টের কর্ণধার জন আব্রাহাম। দলের জয়ে উৎসব করতেও দেখা গিয়েছে তাঁকে।
অথচ শনিবার ফাইনালে কিবুর ফুটবলাররা যেভাবে শুরুটা করেছিলেন, তাতে মনে হয়েছিল নর্থইস্টের কপালে দুঃখ রয়েছে। তবে ম্যাচের শুরুতেই গোলকিপার মিরশাদ মিচুর ভুলে প্রায় গোল হজম করে বসেছিল ডায়মন্ড হারবার। আলাদিনের দূরপাল্লার শট মিচুর হাত থেকে ছিটকে বেরোলে, ফিরতি বল পেয়ে গিয়েছিলেন পার্থিব গগৈ। সে-যাত্রায় অবশ্য কোনওরকমে পরিস্থিতি সামল দেন মিচু। এরপর ম্যাচে দারুণ ভাবে ফিরে এসেছিল ডায়মন্ড হারবার। ৮ মিনিটে জবি সুবিধাজনক জায়গায় বল পেয়েও জোরালো শট নিতে পারেননি। ১৮ মিনিটে জবির সেন্টার থেকে ফাঁকায় বল পেয়েও গোল করতে ব্যর্থ হন ডায়মন্ডের স্প্যানিশ ডিফেন্ডার মিকেল। ২৩ মিনিটে দুর্দান্ত ক্রস ভাসিয়েছিলেন গিরিক খোসলা। জবির হেড কোনওরকমে বাঁচান নর্থইস্টের গোলকিপার। চার মিনিট পরেই জবির শট অল্পের জন্য বাইরে যায়।
হঠাৎ করেই ছন্দপতন! ৩০ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করে যান নর্থইস্টের ডিফেন্ডার আশির আহমেদ। এই গোলের ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই বিরতির ঠিক আগে ফের গোল হজম করে বসে ডায়মন্ড হারবার। এবার একক দক্ষতায় বল নিয়ে ডায়মন্ড বক্সে ঢুকে পড়ে দুরন্ত শটে গোল করেন পার্থিব।
আশা ছিল, বিরতির পর ঘুরে দাঁড়াবেন কিবুর ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে আলাদিনের অসাধারণ ক্রস থেকে ৩-০ করে দেন থই সিং। এর পরেও কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন জবি, লুকারা। ৬৮ মিনিটে লুকার গোলে ব্যবধানও কমিয়েছিল ডায়মন্ড হারবার। পরের কয়েক মিনিট নর্থইস্টকে রীতিমতো চেপে ধরেছিল কিবুর দল। কিন্তু ৮১ মিনিটে ফের ডায়মন্ড হারবারের রক্ষণের ভুলে ৪-১ করে দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা নর্থইস্টের স্প্যানিশ ফরোয়ার্ড জাইরো। কয়েক মিনিটের মধ্যে আলাদিনের ক্রস থেকে ৫-১ করেন আদ্রে রডরিগেজ। এর পর সংযুক্ত সময় পেনাল্টি থেকে আলাদিন গোল করেন।
তবে হেরে গেলেও প্রথমবার খেলতে নেমেই ফাইনালে ওঠার জন্য কৃতিত্ব দিতে হবে ডায়মন্ড হারবারকে। মাত্র সাড়ে তিন বছরের পুরনো ক্লাব। কিন্তু ইতিমধ্যেই কলকাতার চতুর্থ প্রধান হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে ডায়মন্ড হারবার। বাকি তিন প্রধান যেখানে ব্যর্থ, সেখানে ফাইনালে উঠেছে। ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংকে হারিয়েছে। তাই এই হার স্বপ্নভঙ্গ নয়। বরং আই লিগে ডায়মন্ড হারবারকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। ম্যাচের পর নর্থইস্ট কোচও বলতে বাধ্য হলেন, ডায়মন্ড হারবারকে দ্রুত আইএসএলে দেখতে চাই। বিপক্ষ কোচের এই প্রশংসা কিবুর দলের বড় প্রাপ্তি তো বটেই।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago