প্রতিবেদন : শুক্রবার দিল্লিতে ১৩৪তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইএসএলের একাধিক দল ডুরান্ডে না খেলার সিদ্ধান্ত নিলেও ২৪ দলেরই টুর্নামেন্ট আয়োজন করছে আয়োজকরা। আই লিগের দল হিসেবে ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপ খেলতে চলেছে, এই খবর জাগোবাংলায় আগেই প্রকাশিত হয়েছে। এদিন দিল্লিতে রাষ্ট্রপতিভবনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্যও। এছাড়াও নামধারী ক্লাব, রিয়াল কাশ্মীর, লাদাখ এসসি, সাউথ ইউনাইটেড এফসি-র মতো দলগুলোও অংশ নিচ্ছে ডুরান্ডে। যে খসড়া সূচি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, এবার গ্রুপ পর্বে ডার্বি হচ্ছে না। মোহনবাগান সুপার জায়ান্টকে আলাদা গ্রুপে রাখা হচ্ছে। কিন্তু মোহনবাগান ডুরান্ডে খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তই নেয়নি।
আরও পড়ুন-অপহরণ করে গাড়িতে চাপিয়ে চম্পট, নাবালিকার বাড়িতে হুমকি, ধর্ষক এবার যোগীর পুলিশই
যদিও ডুরান্ড কমিটি সূত্রে জানা গিয়েছে, বরফ নাকি গলছে। মোহনবাগানের ক্ষোভ প্রশমিত করতে তাদের কিছু দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। শুক্রবার রাত পর্যন্ত সেনাবাহিনীর টুর্নামেন্টে খেলার ব্যাপারে সম্মতি দেয়নি মোহনবাগান। তবে ডুরান্ড কমিটি নিশ্চিত, মোহনবাগান খেলবে। খসড়া সূচিতে মোহনবাগানের প্রথম ম্যাচ দেওয়া হয়েছে ৩১ জুলাই মহামেডানের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপে মোহনবাগান, মহামেডানের সঙ্গে রাখা হয়েছে ডায়মন্ড হারবার এফসি-কে। কিবু ভিকুনার দলের প্রথম ম্যাচ দেওয়া হয়েছে ২৮ জুলাই মহামেডানের বিরুদ্ধে। ২৩ জুলাই ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেড এফসি-র মধ্যে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ২৩ অগাস্ট কলকাতায় ফাইনাল। ১৯ ও ২০ অগাস্ট দু’টি সেমিফাইনাল শিলং ও কলকাতায়।