রবিবারই হচ্ছে ডুরান্ডের ডার্বি, ডায়মন্ড হারবারের সামনে জামশেদপুর

কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই। মঙ্গলবার গ্রুপ পর্বের খেলা শেষে রাতে ড্রয়ের মাধ্যমে শেষ আটের সূচি ঘোষণা করল ডুরান্ড কমিটি।

Must read

প্রতিবেদন : জল্পনার অবসান। কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই। মঙ্গলবার গ্রুপ পর্বের খেলা শেষে রাতে ড্রয়ের মাধ্যমে শেষ আটের সূচি ঘোষণা করল ডুরান্ড কমিটি। রবিবার ১৭ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল পরস্পরের মুখোমুখি হচ্ছে। কলকাতা লিগে দুই প্রধানই পূর্ণশক্তির দল নামায়নি। সেদিক থেকে দেখতে গেলে ডুরান্ডেই হচ্ছে মরশুমের প্রথম বড় ম্যাচ। একই দিনে ডুরান্ডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিকেল ৪টের সময় কলকাতার আর এক দল ডায়মন্ড হারবার এফসি খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। ডুরান্ড কাপে অভিষেকেই নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। তবে জামশেদপুরের মাঠে খালিদ জামিলের দলের বিরুদ্ধে খেলতে হবে লুকা মাজসেনদের।

আরও পড়ুন-এসআইআর নিয়ে সার্বিক টিমওয়ার্ক, মন্তব্য ডেরেকের

প্রথম দু’টি কোয়ার্টার ফাইনাল হবে শনিবার ১৬ অগাস্ট। ভারতীয় নৌসেনা দলের বিরুদ্ধে বিকেল ৪টেয় খেলবে শিলং লাজং এফসি। ম্যাচ শিলংয়ে। সেদিন সন্ধ্যা ৭টায় কোকড়াঝাড়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে প্রথমবার নক আউটে ওঠা বোরোল্যান্ড এফসি-র। তবে যাবতীয় আকর্ষণ রবিবাসরীয় ডার্বি নিয়ে। দুই প্রধান দুই গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে উঠলেও আয়োজকরা কোয়ার্টার ফাইনালেই ডার্বির ইঙ্গিত দিয়ে রেখেছিল। সেটা হওয়ায় বড় ম্যাচের দামামা বেজে গেল। সম্ভাব্য ডার্বি মাথায় রেখেই প্রস্তুতি চলছিল মিগুয়েল ফেরেরা, জেমি ম্যাকলারেনদের। বুধবার থেকে প্রস্তুতি জোরদার হবে, ডার্বির উত্তাপে টিকিটের চাহিদাও বাড়বে।
ডুরান্ডে নামার আগে পুলিশের ব্যারিকেড ভেঙে কলকাতা লিগে দাপটে জয়ের সরণিতে ফিরল ডায়মন্ড হারবারের রিজার্ভ দল। মঙ্গলবার একপেশে ম্যাচে প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশকে উড়িয়ে দিল তারা। রাহুল পাসোয়ানরা জিতলেন ৪-০ গোলে। লিগে এখনও অপরাজিত ডায়মন্ড। ডায়মন্ড হারবারের চার গোলদাতা আকিব নবাব, নয়ন টুডু, বেঞ্জামিন লালনুনপুইয়া এবং আকাশ হেমব্রম। চার গোলে জিতে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল ডায়মন্ড হারবার। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের।

Latest article