শুধু শরতে নয়, দুর্গা দর্শন সারা বছরই, ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাংলায় এবার তৈরি হবে দুর্গাঙ্গন

দুর্গাপুজো বাঙালির আবেগ। বছরের ওই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাংলা, বাঙালি। কিন্তু এবার প্রত্যেক দিনই হবে দুর্গাদর্শন।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজো বাঙালির আবেগ। বছরের ওই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাংলা, বাঙালি। কিন্তু এবার প্রত্যেক দিনই হবে দুর্গাদর্শন। সেই ব্যবস্থাই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন জগন্নাথধামের মতোই বাংলায় হবে দুর্গাঙ্গন। অর্থাৎ কেবল শরতের বিশেষ সময় নয়, যে কোনও সময়, যে কোনও দিন দেখা যাবে দুর্গাঠাকুর। তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথধাম যেমন করে দিয়েছি, আগামী দিন জগন্নাথধামের অনুকরণে একটা দুর্গাঙ্গন আমি বাংলায় করে দেব। সারাবছর যাতে বাংলার মানুষ আসতে পারে, দেখতে পারে।

আরও পড়ুন-দিল্লিকো বদল ডালো বাংলার দুর্জয় ঘাঁটি থেকে আহ্বান নেত্রীর

ভোটের আগে মা দুর্গা, মা কালীকে নিয়ে রাজনীতি করতে নেমেছে বিজেপি। এখন তাদের মুখ থেকে জয় ‘শ্রীরাম’ স্লোগান সরে গিয়ে দুর্গা, কালীর নামে স্লোগান বেরচ্ছে। এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। নেত্রী সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কী ফল পেয়েছিলেন মনে আছে তো? যে অত্যাচার মহারাষ্ট্রে মতুয়াদের থেকে শুরু করে রাজবংশীর উপর— অসমে মা কালীর মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আজ যদি বাংলায় মা কালীর মন্দির ভাঙা হত, তাহলে আপনারা কী করতেন? ডান্স বাংলা ডান্স করতেন? আগে আপনারা বলতেন মমতা দুর্গাপুজো, সরস্বতীপুজো করতে দেয় না। আর ইলেকশনের সময় হঠাৎ করে মা দুর্গার কথা মনে পড়ল!

Latest article